সরকারি কর্মচারীদের DA মামলা সংক্রান্ত বিরাট খবর
সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আবার হাইকোর্টে রাজ্য সরকার । 3 মাসের মধ্যে মেটাতে হবে ডিএ হাইকোর্টের এই রায়ের বদল চেয়ে পিটিশন রাজ্যের ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নয়া মোড়। ডিএ মামলা নিয়ে আবারও ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো রাজ্য সরকার । রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করছে রাজ্য সরকার ।
বর্ধিত হারে ডিএ দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন । আদালতের রায়ের পর তারা আশঙ্কা করেছিল হয়তো চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার । অনলাইনে রিভিউ পিটিশন জমা দিয়েছিল তারা । রিভিউ পিটিশনের আবেদন গ্রহণ হলেও নোটিশ পাবেন হামলাকারীরা ।
মহার্ঘ ভাতা নিয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করতে বলল রাজ্য সরকার । 20 মে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে । রাজ্য এই মামলার পুনর্বিবেচনার জন্য হলফনামা দাখিল করেছে ।
রাজ্য সরকারের আর্জি আদালত যেন তার নির্দেশ পুনর্বিবেচনা করে দেখে । 20 মে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে । ওই নির্দেশ মানতে হলে সরকারকে 31% ডিএ মেটাতে হবে । রায়ের পর আড়াই মাস কেটে গেলেও রাজ্য সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি । অবশেষে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য ।
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাট এ 2016 সালে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজ । কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34% হারে ডিএ পান । পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রের সরকারি কর্মচারীদের তুলনায় 31% কম পান ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন