দেবাংশুর গল্পের গরু আকাশে পাখনা মেলে ওড়ে
অবশেষে রাখি বন্ধনের দিন সিবিআই অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করেছে । ফলে তৃণমূল দলের ওপর বলা যায় আবারও বিরোধীরা আক্রমণ শোনাচ্ছেন ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
আর বর্তমানে বিরোধীদের আক্রমণ আটকানোর ক্ষেত্রে মস্ট ডিপেন্ডেবল বয় হল দেবাংশু ভট্টাচার্য । ভালো লেখেন , তিনি কবিতাও লেখেন , তিনি গানও করেন । এমনকি ব্যঙ্গ করে বিরোধীদের নাস্তানাবুদ করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ।
স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার পর তার দলের ওপর যে আক্রমণ উড়ে আসছে সেই আক্রমণ কে প্রতিহত করার জন্য আবারো কলম ধরলেন দেবাংশু ভট্টাচার্য ।
অনুব্রত মণ্ডল কে সমর্থন করে ফেসবুকে তিনি একটি লম্বা ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন ।
তো চলুন সেটি একটি গ্রাফিক্স এর মাধ্যমে জেনে নি-
Destination Dhaka
উত্তরপ্রদেশ, বিহার থেকে গরু গুলো এভাবেই উড়ে উড়ে এল। এদের বলা হয় "ফ্ল্যাইং জার্সি"। না, এদের সাথে লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোর সম্পর্ক নেই। এই জার্সি হল জার্সি গরু.. আর ফ্ল্যায়িং জার্সি মানে উড়ন্ত গরু।
এভাবে উড়তে উড়তে বাংলায় ঢোকার পর বীরভূমের কেষ্ট মন্ডল বীরভূম সুপার স্পেশালিটি হাসপাতালে এদের অপারেশন করে পিঠের পাখা গুলো বের করে নিলেন। তারপর ওদের হাঁটিয়ে হাঁটিয়ে বর্ডার অবধি এগিয়ে দিলেন।
কিন্তু কেষ্টদা জানতেন না ওদের কাছে আরেক জোড়া করে এক্সট্রা উইং এর পিস আছে। ফলে, গরুগুলো বর্ডারে গিয়ে সেগুলো পুনরায় লাগিয়ে নিয়ে অমিত শাহের বিএসএফের মাথার উপর দিয়ে "হাসিনা, উই আর কামিং" বলতে বলতে শো শো করে উড়ে চলে গেল!
তাহলে কেষ্ট মণ্ডলের সাজা হবে না কেন? আলবাত হবে! কিন্তু সব কিছুর মাঝেও এই দেশে চিরকালের জন্য মাতৃ প্রেমের এই উপাখ্যান খোদাই হয়ে থাকবে। আগামী প্রজন্ম জোর গলায় বলবে, "ছেলেটা কিন্তু মা'কে উড়তে শিখিয়ে দিয়ে গিয়েছিল..."
#চড়াম_চড়াম
–দেবাংশু ভট্টাচার্য
আসলে এই গল্পের মধ্য দিয়ে দেবাংশু বোঝাতে চেয়েছেন যে একা অনুব্রত মণ্ডল এই কাজ করেনি এর সঙ্গে যুক্ত রয়েছে আরো অনেক মানুষ । কথাটার সাথে সহমত হয়েই বলছি যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে এই আশায় আমরা রাখবো । কিন্তু তার মানে এই নয় কোন অপরাধীকে আড়াল করার চেষ্টা করব ।
বন্ধুরা আপনারা কী বিষয়ে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন