হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে লোক নিয়োগ
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড 'অপারেশন্স টেকনিশিয়ান টেকনিশিয়ান মেইনটেনেন্স টেকনিশিয়ান', 'বয়লার টেকনিশিয়ান', 'মেন্টেন্যান্স টেকনিশিয়ান', 'ল্যাবরেটরি অ্যানালিস্ট' ও 'জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর' পদে ১৮৬ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
সিরিয়াল নং : 1 : অপারেশন টেকনিশিয়ান : কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলেও যোগ্য।
শূন্যপদ : ৯৪ টি।
সিরিয়াল নং : 2 : বয়লার টেকনিশিয়ান : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়লার অ্যাটেন্ড্যান্ট কম্পিটেন্সি সার্টিফিকেট কোর্স পাশ হলে ভালো হয়। শূন্যপদ : ১৮ টি।
ওপরের দুই ক্যাটাগরির মোট শূন্যপদ এর মধ্যে জেনাঃ ৩৮, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৯, ও.বি.সি ২৯, ই.ডব্লু.এস ১১।
সিরিয়াল নং : 3 : মেন্টেন্যান্স টেকনিশিয়ান
(মেকানিক্যাল) : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। শূন্যপদ : ১৪ টি।
সিরিয়াল নং : 4 : মেইন্টেন্যান্স টেকনিশিয়ান
(ইলেক্ট্রিক্যাল) : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
শূন্যপদ : ১৭ টি।
সিরিয়াল নং : 5 : মেইন্টেন্যান্স টেকনিশিয়ান (ইন্সট্রুমেন্টেশন)
: ইন্সট্রুমেন্টশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য।
শূন্যপদ : ৯ টি।
ওপরের তিন ক্যাটেগরির মোট শূন্যপদের মধ্যে জেনাঃ ২২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ও.বি.সি ৮, ই.ডব্লু.এস ৩।
সিরিয়াল নং : 6 : ল্যাবরেটরি অ্যানালিস্ট : অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা কেমিস্ট্রি বিষয়ে মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। কেমিস্ট্রির প্রথম শ্রেণির এম.এসসি কোর্স পাশরাও যোগ্য।
শূন্যপদ : ১৬ টি।
সিরিয়াল নং : 7 : জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর : মোট অন্তত ৪০% নম্বর পেয়ে সায়েন্স শাখার গ্ৰ্যাজুয়েটরা বৈধ ভারি মোটর ভেহিক্যাল (এইচ.এম.ভি) সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। শূন্যপদ : ১৮ টি।
ওপরের দুই ক্যাটাগরির মোট শূন্যপদের মধ্যে জেনাঃ ১৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৯, ই.ডব্লু.এস ৩।
সব পদের বেলায় বয়স গুনতে হবে ১-৪-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর আর প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে : ৫৫,০০০ টাকা।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সি.বি.টি) পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। এই পরীক্ষায় থাকবে অবজেক্টিভ টাইপ এর প্রশ্ন ২ টি পার্টে :
(১) জেনারেল অ্যাপ্টিটিউড টেস্ট (ইন্টেলেকচুয়াল প্রোটেনসিয়াল টেস্ট, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড টেস্ট ও ইংলিশ ল্যাঙ্গোয়েজ),
(২) টেকনিক্যাল /পেশাগত জ্ঞান (প্রশ্ন হবে শিক্ষাগত যোগ্যতার ওপর)। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতায়। সফল হলে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ২১ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : www.hindustanpetroleum.com এই জন্য বৈধ একটি ইমেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো স্ক্যান করে নিয়ে যাবেন। এবার উপরের ওয়েবসাইটে গিয়ে Career Opportunities-এ গিয়ে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। যাবতীয় তথ্য ও ফটো আপলোড করে সাবমিট করলেই ডিজিটের সিস্টেম জেনারেটেড ইউনিক নম্বর /রেফারেন্স পাবেন ওটা প্রিন্ট করে নেবেন। এবার পরীক্ষা ফী বাবদ ৫৯০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এ জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধীদের ফী লাগবে না। দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন