ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এ লোক নিয়োগ
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিউ দিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য 'স্টেনোগ্রাফার', 'লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট',
'পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট', 'সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট', 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট'
ও 'সিনিয়র টেকনিশিয়ান' পদে ২৬৯ জন লোক নিচ্ছে। কারা কোন পদে যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
স্টেনোগ্রাফার : যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইংরেজি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ৮০ টি শব্দ তোলার গতি থাকতে হবে ও কম্পিউটারে ৫০ মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে। কম্পিউটারে (ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্কে) ৫ম লেভেল পর্যন্ত কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা।
শূন্যপদ : ২২ টি (জেনাঃ ১১, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ৬, তঃউঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ২।
সিরিয়াল নং : 8.
পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইংরেজি শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ১০০ টি শব্দ তোলার গতি থাকতে হবে (৭ মিনিটের ডিকটেশন টেস্ট হবে) ও কম্পিউটারে ৪৫ মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে। কম্পিউটারে (ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্কে) ৫ম লেভেল পর্যন্ত কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
শূন্যপদ : ২৮ টি (জেনাঃ ১৩, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ২। সিরিয়াল নং : 5.
সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ভালো দক্ষতা থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের সময় ওয়ার্ড প্রসেসিংয়ে ১৫ মিনিটে ২,০০০ কী ডিপ্রেশনে আর এক্সেল ও পাওয়ার পয়েন্টে ১৫ মিনিটের টেস্ট দিতে হবে।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৫,৪০০-৮১,১০০ টাকা।
শূন্যপদ : ১০০ টি (জেনাঃ ৪২, ই.ডব্লু.এস ১০, ও.বি.সি ২৭, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৬)। এর মধ্যে প্রতিবন্ধী ৪, প্রাঃসঃকঃ ১০।
সিরিয়াল নং : 9.
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটারে (ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্কে)
৫ম লেভেল পর্যন্ত কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
শূন্যপদ : ৪৭ টি (জেনাঃ ১৯, ই.ডব্লু.এস ৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ও.বি.সি ১৪)।
সিরিয়াল নং : 6.
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
(ল্যাবরেটরি) : মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা 'মেকানিক্যাল'
শাখার জন্য আবেদন করতে পারেন।
মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে কেমিস্ট্রির ডিগ্রি কোর্স পাশরা 'কেমিক্যাল' শাখার জন্য আবেদন করতে পারেন।
মাইক্রোবায়োলজি বিষয় নিয়ে সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে 'মাইক্রোবায়োলজি' শাখার জন্য যোগ্য।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
শূন্যপদ : ৪৭ টি (জেনাঃ ২১, ই.ডব্লু.এস ৩, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ও.বি.সি ৮)। এর মধ্যে কেমিক্যাল ১৮, মেকানিক্যাল ১৯, মাইক্রোবায়োলজি ১০।সিরিয়াল নং : 11.
সিনিয়র টেকনিশিয়ান
: মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, প্লাম্বার, টার্নার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য।
মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
শূন্যপদ : ২৫ টি এর মধ্যে ইলেক্ট্রিশিয়ান ৬, ফিটার ৩, প্লাম্বার ৩, টার্নার ৫, ওয়েল্ডার ২, কার্পেন্টার ৬)। সিরিয়াল নং : 12.
সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ৯-৫-২০২২ এর হিসাবে তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর ও প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে জুন মাস নাগাদ, কলকাতা, ত্রিপুরা, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাব) ও সিনিয়র টেকনিশিয়ান পদের বেলায় ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে :
(১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং -৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন,
(২) জেনারেল অ্যাওয়ারনেস
- ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন,
(৩) টেকনিক্যাল নলেজ - ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন,
(৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,
স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে :
(১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং- ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন,
(২) জেনারেল অ্যাওয়ারনেস
-২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন,
(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট
- ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন,
(৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-
৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।
দরখাস্ত করবেন অনলাইনে, ৯ মে পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.bis.gov.in এই জন্য বৈধ একটি ইমেল আই.ডি থাকতে হবে। এছাড়াও ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন জে.পি.ই.জি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। হ্যান্ড রিটেন ডিক্লারেশন হল : 'I.......(Name of the candidate), hereby
declare that all the information submitted by me in the application form is
correct, true and valid. I will present the supporting documents as and when
required'.
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৫০০ টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ওয়ালেটে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। পাবেন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন