ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে স্বাস্থ্যকর্মী পদে লোক নিয়োগ
ওয়েস্টার্ন কমান্ড হাসপাতাল স্বাস্থ্যকর্মী পদে ৮০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ওয়ার্ড সহায়িকা : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। কোনো হাসপাতাল বা কোন সংস্থায় ধাইয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : (১) ওয়ার্ড সহায়িকা (১৬৭, এম.এইচ পাঠানকোট) ৬ টি (জেনাঃ ২, তঃজাঃ ২, ই.ডব্লু.এস ২)।
(২) ওয়ার্ড সহায়িকা (১৭২, এম.এইচ গুরুদাসপুর) ৪ টি (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)।
(৩) ওয়ার্ড সহায়িকা আর্মি হাসপাতাল (আর অ্যান্ড আর) দিল্লি ৫ টি (জেনাঃ ২, ও.বি.সি ১, ই.ডব্লু.এস ২)।
(৪) ওয়ার্ড সহায়িকা বি.এইচ দিল্লি ২ টি (তঃজাঃ ১, ও.বি.সি ১)।
(৫) ওয়ার্ড সহায়িকা সি.এইচ চাদনি মন্দির ১ টি (ই.ডব্লু.এস)।
(৬)ওয়ার্ড সহায়িকা এম.এইচ আম্বলা ৩ টি (তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ২)।
(৭) ওয়ার্ড সহায়িকা এম.এইচ অমৃতসর ২ টি (জেনাঃ ১, তঃজাঃ ১)।
(৮) ওয়ার্ড সহায়িকা এম.এইচ বাকলোহ ১ টি (ও.বি.সি)।
(৯) ওয়ার্ড সহায়িকা এম.এইচ জলন্ধর ১১ টি (জেনাঃ ৭, তঃজাঃ ১, ও.বি.সি ১, ই.ডব্লু.এস ২)।
(১০) ওয়ার্ড সহায়িকা এম.এইচ পাতিয়ালা ১২ টি (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ১, ই.ডব্লু.এস ৩)।
(১১) ওয়ার্ড সহায়িকা এম.এইচ ইয়োল ৩ টি (ও.বি.সি ১, ই.ডব্লু.এস ২)।
(১২) ওয়ার্ড সহায়িকা ১৭১ এম.এইচ সাম্বা ১ টি (জেনাঃ)।
হেলথ ইন্সপেক্টর : মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। স্যানিটারী ইন্সপেক্টর এর সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় স্যানিটারি ইন্সপেক্টরের কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
শূন্যপদ : (১৩) হেলথ ইন্সপেক্টর, হেলথ সেকশন, পাতিয়ালা, সি/ ও পাতিয়ালা-২ টি (জেনাঃ)।
(১৪) হেলথ ইন্সপেক্টর, হেলথ সেকশন, গুরুদাসপুর সি/ও ১৭২ এম.এইচ গুরুদাসপুর-২ টি (জেনাঃ)।
(১৫) হেলথ ইনস্পেক্টর, হেলথ সেকশন দিল্লি সি/ ও বি.এইচ দিল্লি ২ টি (জেনাঃ)।
(১৬) হেলথ ইন্সপেক্টর, হেলথ সেকশন ইয়োল, সি/ও- এম.এইচ ইয়োল- ২ টি (জেনাঃ)।
(১৭) হেলথ ইন্সপেক্টর, ১৩১, এম.এইচ ও পাঠানকোট ২ টি (জেনাঃ)।
(১৮) হেলথ ইন্সপেক্টর, ১৩৬ এস.এইচ ও জম্মু ১ টি (জেনাঃ)।
(১৯) হেলথ ইন্সপেক্টর, এস.এইচ ও আম্বালা ১ টি (জেনাঃ)।
(২০) হেলথ ইন্সপেক্টর, এস.এইচ.ও চাঁদনি মন্দির ১ টি (জেনাঃ)।
(২১) হেলথ ইন্সপেক্টর, দিল্লি ক্যান্টনমেন্ট ১ টি (জেনাঃ)।
(২২) হেলথ ইন্সপেক্টর, এস.এইচ ও ফিরোজপুর ২ টি (জেনাঃ)।
(২৩) হেলথ ইন্সপেক্টর, এস.এইচ ও জলন্ধর ১ টি (জেনাঃ)।
(২৪) হেলথ ইন্সপেক্টর, এস.এইচ ও সাকুরবাস্তি ২ টি (জেনাঃ ১, ও.বি.সি ১)।
বয়স হতে হবে ২২-৫-২০২২ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১৫০ নম্বরের অবজেক্টিভ টাইপ এর পরীক্ষায় থাকবে এই সব বিষয় : (১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং -২৫ নম্বর,
(২) নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট
- ২৫ নম্বর,
(৩) জেনারেল ইংলিশ - ৫০ নম্বর,
(৪) জেনারেল অ্যাওয়ারনেস-৫০ নম্বর।
প্রশ্ন হবে ইংরেজী ও হিন্দিতে। সময় থাকবে ২ ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট ফর্মে। বয়ান পাবেন এই ওয়েবসাইটে : https://indianarmy.nic.in দরখাস্তের সঙ্গে দেবেন : (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এর স্ব-প্রত্যয়িত নকল,
(২) বাসিন্দা সার্টিফিকেট এর স্ব- প্রত্যয়িত নকল,
(৩) এখনকার তোলা ও স্ব-প্রত্যায়িত করা ২ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে),
(৪) ১০০ টাকার পোস্টাল অর্ডার।
'Commandant, Command
Hospital (WC) Chandimandir, Panchkula (Haryana) -134 107' এর অনুকূলে। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন 'Application for the post of'....... Category
(UR/SC/ST/OBC/EWS).......... দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে। পৌঁছানো চাই ২২ মে এর মধ্যে। এই ঠিকানায় : The Commandant, Commandant Hospital (WC), Chandimandir,
Panchkula (Haryana)- 134 107.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন