পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারি সংস্থা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 'ম্যানেজার (রিস্ক)' ও ম্যানেজার (ক্রেডিট) পদে ১৪০ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ম্যানেজার (রিস্ক) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্ৰি কোর্স পাশরা অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বা অর্থনীতির পোস্ট গ্ৰ্যাজুয়েট কোর্সে মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্ৰি কোর্স পাশরা গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক প্রফেশনাল থেকে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্স পাশ হলেও যোগ্য।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কস্ট অ্যাকাউন্ট্যান্সি, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশরাও যোগ্য। মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্ৰি কোর্স পাশরা এম.বি.এ (ফিনান্স), পি.জি.ডি.এম (ফিনান্স), ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিগ্রি, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিপ্লোমা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্ৰি, ফিনান্স অ্যান্ড কন্ট্রোলের মাস্টার ডিগ্ৰি কোর্স পাশরাও আবেদন করতে পারেন।
রিস্ক ইন ফিনান্সিয়াল সার্ভিসেস ও রিস্ক ম্যানেজমেন্ট এর কোর্স পাশ হলে ভালো হয়। ব্যাঙ্ক, পি.এস.ইউ বা হাই ভ্যালু ক্রেডিট বা এন.বি.এফ.সি তে ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ৪০ টি (জেনাঃ ১৬, ই.ডব্লু.এস ৪, ও.বি.সি ১১, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩)। এর মধ্যে প্রতিবন্ধী ১। পোস্ট কোড : 1.
ম্যানেজার (ক্রেডিট) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা এম.বি.এ (ফিনান্স)/ পি.জি.ডি.এম (ফিনান্স)/ ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও যোগ্য।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি / কস্ট অ্যাকাউন্ট্যান্সি/ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সি.এম.এ), চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাশরাও আবেদন করতে পারেন। ব্যাঙ্ক, পি.এস.ইউ বা হাই ভ্যালু ক্রেডিট বা এন.বি.এফ.সি তে ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ১০০ টি (জেনাঃ ৪০, ই.ডব্লু.এস ১০, ও.বি.সি ২৬, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮)। এর মধ্যে প্রতিবন্ধী ৪। পোস্ট কোড : 2.
ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ১-১-২০২২ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর, প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শুরুতে ৩ বছরের প্রবেশন।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ১২ জুন। এই পরীক্ষায় থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে ১২০ নম্বরের ১২০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) রিজনিং এবিলিটি-৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন,
(২) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন,
(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন। সময় থাকবে ৭৫ মিনিট। দ্বিতীয় পার্টে ১০০ নম্বরের ৫০ টি প্রশ্ন হবে পেশাগত জ্ঞানের ওপর। সময় থাকবে ৪৫ মিনিট। এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন। তারপর হবে ২৫ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ৭ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : www.pnbindia.in এই জন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আগে পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.জি বা জে.পি.ই.জি ফর্মাটে স্ক্যান করে নিয়ে যাবেন। ফটো রঙিন হতে হবে ও ফটো ২০০×২৩০ পিক্সেল হতে হবে। সিগনেচার ১৪০×৬০ পিক্সেল হতে হবে। ফটো ও সিগনেচার ২০০ ডি.পি.আই তে স্ক্যান করবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৮৫০ (তপশিলী ও প্রতিবন্ধী হলে ৫০) টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন