এবার দক্ষিণী সিনেমাকে টেক্কা দেওয়ার জন্য আসছে তিন খান।
সিনেমা জগতে এখন দক্ষিণী সিনেমার রাজ চলছেন।বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে বেশ কিছুদিন ধরে জোর কদমে চলছে রেষারেষি। একটার পর একটা দক্ষিণের সিনেমা পুরো ভারত সহ সারা বিশ্বে দারুণ ব্যবসা করছে। এই সিনেমাগুলো হিন্দি ভাষায় মুক্তি পাবার পর এর জনপ্রিয়তা বহু বেড়ে গিয়েছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বলিউডে যারা শাহরুখ সালমান-আমির, অজয় এদের ভক্ত তারাও এখন প্রভাস ,যশ, আল্লু অর্জুনকে নিয়ে মাতামাতি করছে। দক্ষিণ সিনেমার এত রমরমা মধ্যেও এখনো বলিউডে রাজত্ব করতে পারেনি তিন খানের কোন সিনেমা।
অনেকেই মনে করছেন দক্ষিণের সিনেমার দাপটে কার্যত ভয় পেয়েছে বলিউড। তবে এবার মনে করা হচ্ছে বলিউডে খারাপ সময় কাটতে চলেছে। আগামী দেড় বছরের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলিউডের তিন খানের বিগ বাজেটের বেশ কিছু ছবি। এই ছবিগুলো সম্পর্কে কমবেশি সকলেই জানেন।
শাহরুখ খান আগামী বছর জানুয়ারিতে পাঠান ও ডিসেম্বরে ডানকি নিয়ে ফিরছেন। অন্তত এই দুটো ছবির মুক্তির তারিখ তিনি নিজেই ঘোষণা করেছেন। তবে তার আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে বলে জানা গিয়েছে। আবার আমির খান অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে আমির খানের ভক্তদের। আবার সালমান খানের টাইগার থ্রি ছবি মুক্তি পাবে এ বছর। এছাড়া সালমান খানের দু একটি ছবি চলতি বছরে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন