রেলওয়ে ইনফর্মেশন সিস্টেমে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম (সি আর আই এস) 'অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার'
ও 'অ্যাসিস্ট্যান্ট ডাটা অ্যানালিস্ট' পদে ১৫০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, ইনফর্মেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বি.ই বা বি.টেক কোর্স পাশরা আবেদন করতে পারেন। এম.সি.এ কোর্স পাশরাও যোগ্য। কম্পিউটার সায়েন্স এর বি.এসসি কোর্স পাশরাও যোগ্য। শিক্ষাগত যোগ্যতায় সবক্ষেত্রে অন্তত ৬০% (তপশিলী ও প্রতিবন্ধী হলে ৫৫%) নম্বর পেয়ে থাকতে হবে। 'গেট' পরীক্ষায় স্কোর করে থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২২ থেকে ২৭ বছরের মধ্যে। পে স্কেল ৭ ম সিপিসি লেভেল -৭ অনুযায়ী।
শূন্যপদ : ১৪৪ টি (জেনাঃ ৫৮, ও.বি.সি ৩৯, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ই.ডব্লু.এস ১৪)।
অ্যাসিস্ট্যান্ট ডাটা অ্যানালিস্ট : ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখার ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, অপারেশন রিসার্চের এম.এসসি কিংবা ইকনমিক্সের এম.এ কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন। এম.সি.এ কোর্স পাশরাও যোগ্য। কম্পিউটার সায়েন্সের বি.এসসি কোর্স পাশরাও যোগ্য। শিক্ষাগত যোগ্যতায় সবক্ষেত্রে অন্তত ৬০% (তপশিলী ও প্রতিবন্ধী হলে ৫৫%) নম্বর পেয়ে থাকতে হবে। 'গেট' পরীক্ষায় স্কোর করে থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২২ থেকে ২৭ বছরের মধ্যে। পে স্কেল ৭ম অনুযায়ী।
শূন্যপদ : ৬ টি (জেনাঃ ৩, ও.বি.সি ২, তঃজাঃ ১)।
ওপরের সব ক্ষেত্রে তপশিলী, ও.বি.সি রা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে 'গেট' পরীক্ষায় পাওয়া স্কোর দেখে। এরপর হবে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ এপ্রিল থেকে ২৪ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : www.cris.org.in আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন