SBI গ্রাহকদের জন্য জরুরি নির্দেশিকা ব্যাঙ্কের, এখন না জানলে পরে পস্তাবেন

 
sbi-alert-state-bank-india-shares-dos-and-donts-list-customers


অনলাইন জালিয়াতিতে সর্বস্ব হারিয়ে ফেলেন গ্রাহকরা এনিয়ে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইতিমধ্যেই SBI ATM- লেনদেনের জন্য OTP ভিত্তিক নগদ তোলার ব্যবস্থাও এনেছে প্রতারণা থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য এই পদক্ষেপ সচেতনতার বার্তায় গ্রাহকদের জন্য কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিয়েছে এসবিআই (SBI)


Cick To Join Our - Whatsapp Group

কী করণীয় -

 

আপনি যদি কোনো সন্দেহজনক -মেইল/ফোন কল/এসএমএস/লিঙ্ক পান তাহলে কোনও পদক্ষেপ করার আগে চিন্তাভাবনা করে নিন - নিরাপদ ব্যাঙ্কিংয়ের জন্য সবসময় তালা এবং নিরাপদ চ্যানেল পরীক্ষা করুন - আপনার আর্থিক লেনদেনের উপর প্রায়শই নজর রাখুন কখন কীভাবে টাকা কাটছে সেদিকে খেয়াল রাখতে হবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে লক্ষ রাখুন হিসাবে - নিয়ম থেকে ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট খুঁটিয়ে দেখতে হবে কোনও সন্দেহজনক এন্ট্রি নজরে এলে ব্যাঙ্ককে জানান - সাইবার অপরাধের অভিযোগ জানান cybercrime.gov.in ওয়েবসাইটে

 

কী করবেন না -

 

ব্যক্তিগত বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যেমন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার-পাসওয়ার্ড, এটিএম কার্ডের বিবরণ, ক্রেডিট কার্ডের বিবরণ ইত্যাদি -মেইল/ফোন কল/এসএমএস বা নেট মাধ্যমে শেয়ার করবেন না - প্রয়োজন নেই এমন কোনও ইমেল বা নেট মাধ্যমের মিডিয়া বার্তাগুলিতে ক্লিক করবেন না - এমন কোনও অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না যা আপনার পাওয়ার কথা নয় বিশেষ করে ZIP files .exe ফাইল এলে চালাবেন না - ভুয়ো খবর ভুয়া তথ্য শেয়ার করবেন না

 

 

ওটিপি-ভিত্তিক এটিএম পরিষেবা -

ব্যাঙ্কে আপনার রেজিস্ট্রকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে - একটি চার-সংখ্যার নম্বর OTP যা ব্যবহারকারী একবারই লেনদেনের জন্য ব্যবহার করা যায় - এটিএম থেকে টাকা তুলতে গেলে ওটিপি ব্যবহার করতে হবে গ্রাহকদের যা জালিয়াতির হাত থেকে সুরক্ষা প্রদান করে

বর্তমানে ব্যাঙ্ক জালিয়াতি বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে জালিয়াতি রুখতে গ্রাহকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে এসবিআই


নিরাপদ লগইন করার জন্য এই বিষয়গুলো মাথায় রাখুন 

• জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। 

• ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করতে ভুলবেন না। 

• কখনই আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা পিন প্রকাশ করবেন না বা সংরক্ষণ করবেন না বা লিখে রাখবেন না। 

• মনে রাখবেন, ব্যাঙ্ক কখনই আপনার ইউজার আইডি/পাসওয়ার্ড/কার্ড নম্বর/পিন/পাসওয়ার্ড/সিভিভি/ওটিপি চাইবে না। 

• ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ এড়াতে আপনার ডিভাইসে 'অটো সেভ' বা 'মনে রাখবেন' ফাংশন নিষ্ক্রিয় করুন।



ইন্টারনেট নিরাপত্তার জন্য এই বিষয়গুলো মাথায় রাখুন 

• সর্বদা ব্যাঙ্কের ওয়েবসাইটের ঠিকানা বারে "https" রয়েছে কিনা খেয়াল রাখুন। • সর্বজনীন স্থানে খোলা Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইন ব্যাঙ্কিং লেনদেন করা এড়িয়ে চলুন। 

• আপনার কাজ শেষ হয়ে গেলে সর্বদা লগআউট এবং ব্রাউজার বন্ধ করতে ভুলবেন না৷


UPI নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় 

• আপনার মোবাইল পিন এবং UPI পিন আলাদা এবং এলোমেলো রাখার চেষ্টা করুন৷ 

• কোনো অজানা UPI অনুরোধে সাড়া দেবেন না। 

• সর্বদা সন্দেহজনক অনুরোধ এড়িয়ে চলুন। 

• মনে রাখবেন যে পিন শুধুমাত্র অর্থ স্থানান্তর করার জন্য প্রয়োজন, এটি গ্রহণ করার জন্য নয়। 

• আপনার অনুমতি ছাড়া কোনো লেনদেন হয়ে থাকলে অবিলম্বে আপনার অ্যাকাউন্টে UPI পরিষেবা বন্ধ করুন।



ডেবিট/ক্রেডিট কার্ড নিরাপত্তা 

• এটিএম মেশিন বা পিওএস ডিভাইসের মাধ্যমে এটিএম লেনদেন করার সময় আপনার চারপাশ সম্পর্কে সচেতন থাকুন। 

• পিন দেওয়ার সময় কীপ্যাড ঢেকে রাখুন। 

• লেনদেন করার আগে সর্বদা ই-কমার্স ওয়েবসাইটগুলির সত্যতা যাচাই করুন৷ 

• অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার ডেবিট কার্ড লেনদেন পরিচালনা করুন।

 • অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় লেনদেনের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম, POS এবং ATM-এ কার্ড লেনদেনের সীমা সেট করুন। 


মোবাইল ব্যাংকিং নিরাপত্তা 

• আপনার ফোন/ল্যাপটপ/ট্যাবলেটে শক্তিশালী পাসওয়ার্ড/বায়োমেট্রিক প্রমাণীকরণ থাকা উচিত। 

• আপনার মোবাইলের পিন কারো সাথে শেয়ার করবেন না। 

• যেখানেই সম্ভব বায়োমেট্রিক প্রমাণীকরণ ব্যবহার করার চেষ্টা করুন। 

• কারোর কথা শুনে কোনো অজানা অ্যাপ ডাউনলোড করবেন না। 

• অ্যাপগুলি শুধুমাত্র অফিসিয়াল স্টোরের মাধ্যমে ডাউনলোড করা উচিত। 

• আপনার মোবাইলে ইন্সটল করা গুরুত্বপূর্ণ অ্যাপগুলির অনুমতি নিয়মিত পর্যবেক্ষণ করুন। 

• একটি সর্বজনীন ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে ফোন সংযোগ করা এড়িয়ে চলুন৷



সোশ্যাল মিডিয়া নিরাপত্তা 

১ . আপনি যাঁর সঙ্গে কথোপকথন করছেন, তাঁর পরিচয় যাচাই করুন৷ 

২ . কোনো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ব্যক্তিগত/আর্থিক তথ্য শেয়ার করবেন না। 

৩ . পাবলিক প্লেসে এবং কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গোপন তথ্য নিয়ে আলোচনা করবেন না।

প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post