বেসিল ডেটা এন্ট্রি অপারেটর নেবে
বেসিল ৩৭৮ জন
অফিস অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর নেবে । (ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস
ইন্ডিয়া) । এটি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার
মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা । চুক্তিতে নিয়োগ করা হবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে
। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ১৩১ ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
অফিস অ্যাসিস্ট্যান্ট
ঃ ২০২ টি ।
শিক্ষাগত যোগ্যতা
ঃ যে-কোনও শাখায় স্নাতক ।
ডেটা এন্ট্রি
অপারেটর ঃ ১৭৮ টি
শিক্ষাগত যোগ্যতা
ঃ অন্তত উচ্চমাধ্যমিক । স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে ।
বেতন ঃ দিল্লি
সরকারের নিয়মানুসারে ।
প্রার্থী বাছাই
করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট,
টাইপিং টেস্ট ও পার্সোনাল ইন্টার্যাকশন বা ডিসকাশনের মাধ্যম । লিখিত পরীক্ষায় জেনারেল
অ্যাওয়্যারনেস, ইংলিশ গ্রামার ও রাইটিং বিষয়ে অবজেক্টিভ ও ডেসক্রিপ্টিভ ধরনের প্রশ্ন
হবে । কম্পিউটার নলেজ টেস্ট হবে এম এস অফিস (ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট) বিষয়ে
। টাইপিং টেস্টে মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করতে হবে
। ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে দু’ পর্যায়ের টাইপিং
টেস্টের মাধ্যমে । কম্পিউটারে ইংরেজিতে মিনিটে
৩৫ টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে হবে ।
অনলাইন দরখাস্ত
করতে হবে এই দুই ওয়েবসাইটের মধ্যে যে-কোনও একটির মাধ্যমে ঃ www.becil.com, https://becilregitration.com অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২৫ এপ্রিল
। প্রার্থীর চালু ই মেল আই ডি থাকতে হবে । মনে রাখবেন, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর
পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, জন্মতারিখের প্রমানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট
(সবক’টিই জে পি জি বা পি ডি এফ ফর্ম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড
করতে হবে ।
অনলাইনে ফি বাবদ
দিতে হবে ৭৫০ টাকা (তফসিলি, আর্থিক ভাবে অনগ্রসর ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫০
টাকা) । জি এস টি এবং ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত । ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট
ব্যাঙ্কিংয়ের সাহায্যে ফি জমা দিতে হবে ।
খুঁটিনাটি তথ্যের
জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন