পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোক নিয়োগ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মালদা সার্কেল সাব-অর্ডিনেট ক্যাডারে পিওন পদে ৬ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন সার্কেলে আবেদনের যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সব সার্কেলের জন্য আবেদন করতে পারেন। ইংরেজিতে লিখতে ও পড়তে পারায় দক্ষতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ১-১-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের মালদা ও উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। মূল মাইনে : ১৪,৫০০-২৮,১৪৫ টাকা।
শূন্যপদ : মালদায় ৫ টি (জেনাঃ ৩, তঃজাঃ ১, ও.বি.সি ১)। এর মধ্যে প্রাঃসঃকঃ ১। উত্তর দিনাজপুরে ১ টি (জেনাঃ)।
প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রার্থী বাছায় হবে। প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইয়ে মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে নিদিষ্ট বয়ানে এছাড়া বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.pnbindia.in
পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন :(১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমানপত্রের প্রত্যয়িত নকল,
(২) স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এর প্রত্যয়িত নকল,
(৩) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যায়িত নকল (যদি থাকে),
(৪) প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল,
(৫) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে)
দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'RECRUITMENT OF PEONS
IN SUBORDINATE CADRE 2021-22 & Cast /Category......| দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। পৌঁছানো চাই ২২ এপ্রিলের মধ্যে। এই ঠিকানায় :The Chief Manager, HRD Department, Punjab
National Bank, Circle Office Malda, P.S Englishbazar, WB-732101.
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন