বর্ডার রোডস অর্গানাইজেশনে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন) ও মাল্টি স্কিল্ড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্ট্যান্ট) ট্রেডে ৩০২ জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন) : মাধ্যমিক পাশরা আই.টি.আই /আই.টি.সি থেকে বিল্ডিং কনস্ট্রাকশন বা বিক্স ম্যাসন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : ১৪৭ টি (জেনাঃ ২৬, ও.বি.সি ৫৬, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ই.ডব্লু.এস ২০)।
মাল্টি স্কিল্ড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্ট্যান্ট)
: উচ্চ মাধ্যমিক পাশরা এ.এন.এম কোর্স পাশ হলে যোগ্য।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
শূন্যপদ : ১৫৫ টি (জেনাঃ ৫৫, ও.বি.সি ৪৪, তঃজাঃ ২৬, তঃউঃজাঃ ১৩, ই.ডব্লু.এস ১৬)।
ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ২০-৫-২০২২ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর আর বিভাগীয় কর্মী ও প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
শারীরিক মাপজোখ : শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি, ফুলিয়ে ৮০ সেমি আর অন্তত ৫০ কেজি ওজন। সিকিম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল ও দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দারা ৫ সেমি ও ওজনে ২.৫ কেজি ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/১২ ও খারাপ চোখে ৬/৩৬ আর কাছের বেলায় ভালো চোখে ০.৬ বা J2 ও খারাপ চোখে 1 বা J6. ড্রাইভার পদের বেলায় চশমা ছাড়া দুচোখে ৬/১২, ভালো চোখে ৬/৬ কিংবা খারাপ চোখে ৬/৩৬। কাছের বেলায় চশমা ছাড়া ভালো চোখে ০.৬ বা J2 ও খারাপ চোখে 1 বা J6. মহিলারা কোন পদে আবেদনের যোগ্য নন।
প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তাতে সফল হলে মোট শূন্যপদ ১০ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর প্রাক্টিক্যাল টেস্ট হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১০ মিনিটে এক মাইল দৌড়াতে হবে।
দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে : www.bro.nic.in in পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ৩ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে, ১ কপি অ্যাডমিট কার্ডে সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে),
(২) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমানপত্রের প্রত্যায়িত নকল,
(৩) বাসিন্দা সার্টিফিকেট এর স্ব-প্রত্যয়িত নকল,
(৪) পরীক্ষা ফী বাবদ ৫০ টাকার ই-রিসিপ্ট (দরখাস্ত করার আগে টাকা অনলাইনে জমা দেবেন এই লিঙ্কে : https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 in
favour of Commandant, GREF Centre, Pune-411;015. টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন) (তপশিলীদের ফী লাগবে না)। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'APPLICATION FOR THE
POST OF........CATEGORY UR/SC/ST/OBC/EWS/PWBD/ESM/CPL, WEIGHTAGE PERCENTAGE IN
ESSENTIAL QUALIFICATION......দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে। পৌঁছনো চাই ২০ মে এর মধ্যে। এই ঠিকানায় : The Commandant, GREF Centre, Dighi Camp, pune- 411015.
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন