দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে লোক নিয়োগ
দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন 'অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স)',
'অ্যাসিস্ট্যান্ট ফিটার (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স)',
'অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিশিয়ান
(রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স)' পদে ৩৫৭ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স
) : অটোমোবাইল, মেকানিক্যাল,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে : ৩৫,৪০০ টাকা।
শূন্যপদ : ১১২ টি (জেনাঃ ৫৮, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ও.বি.সি ৩০)।
অ্যাসিস্ট্যান্ট ফিটার (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স) : আই.টি.আই থেকে মেকানিক (এম.ভি), ডিজেল মেকানিক, ট্রাক্টর মেকানিক, অটোমোবাইল, ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। মেকানিক মোটর ভেহিক্যাল, ডিজেল মেকানিক, ট্রাক্টর মেকানিক, অটোমোবাইল বা ফিটার ট্রেডে ৩ বছর অ্যাপ্রেন্টিস করে থাকলেও যোগ্য।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে : ১৭,৬৯৩ টাকা।
শূন্যপদ : ১৭৫ টি (জেনাঃ ৯০, তঃজাঃ ২৬, তঃউঃজাঃ ১৩, ও.বি.সি ৪৬)।
অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিশিয়ান
(রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স) : আই.টি.আই ইলেক্ট্রিশিয়ান (অটো), মেকানিক অটো ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। ইলেক্ট্রিশিয়ান (অটো), মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ট্রেডে ৩ বছর অ্যাপ্রেন্টিস করে থাকলেও যোগ্য।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে : ১৭,৬৯৩ টাকা।
শূন্যপদ : ৭০ টি (জেনাঃ ৩৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ও.বি.সি ১৮)।
ওপরের সব পদের বেলায় চাকরি হবে ১ বছরের চুক্তিতে। বয়স গুনতে হবে ৪-৫-২০২২ এর হিসাবে।
প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় ও পেশাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। এরপর মেধাতালিকা তৈরি হবে।
দরখাস্ত করবেন অনলাইনে ৪ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : https://www.dtc-rp.com আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন