ডিরেক্টরেট অফ কনস্ট্রাকশন সার্ভিসেস অ্যান্ড এস্ট্রেট ম্যানেজমেন্ট-এ লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দফতরের অধীন ডিরেক্টরেট অফ কনস্ট্রাকশন সার্ভিসেস অ্যান্ড এস্ট্রেট ম্যানেজমেন্ট
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
টেকনিক্যাল অফিসার/সি (সিভিল), টেকনিক্যাল অফিসার /সি (মেকানিক্যাল), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (সিভিল), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি (মেকানিক্যাল)
ও সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (ইলেক্ট্রিক্যাল)
'টেকনিশিয়ান /বি (প্লাম্বিং/কার্পেন্ট্রি/ম্যাসনারি/ফিটার/এয়ার কন্ডিশনিং/ (ইলেক্ট্রিক্যাল)' পদে ৩৩ জন লোক নিচ্ছে। সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে 'টেকনিক্যাল অফিসার/ সি (সিভিল ও মেকানিক্যাল) শাখার জন্য যোগ্য।
শূন্যপদ : সিভিলে ২ টি ও মেকানিক্যালে ১ টি। সিভিল, মেকানিক্যাল,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা 'সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল)'
শাখার জন্য যোগ্য।
শূন্যপদ : সিভিলে ৬ টি, মেকানিক্যালে ২ টি, ইলেক্ট্রিক্যালে ২ টি।
অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর আই.টি.আই থেকে (প্লাম্পিং /কার্পেন্ট্রি / ম্যাসন/ফিটার/এয়ার কন্ডিশনিং/ ইলেক্ট্রিক্যাল)' ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে 'টেকনিশিয়ান
/ বি (প্লাম্বিং/ কার্পেন্ট্রি/ম্যাসনারি/ ফিটার/ এয়ার কন্ডিশনিং/ ইলেক্ট্রিক্যাল)' ট্রেড এর জন্য যোগ্য।
শূন্যপদ : প্লাম্বিং ট্রেডে ৪ টি, কার্পেন্ট্রি ট্রেডে ৪ টি, ম্যাসনারি ট্রেডে ২ টি, ফিটার ট্রেডে ২ টি,এয়ার কন্ডিশন ট্রেডে ২ টি, ইলেক্ট্রিক্যাল ট্রেডে ৬ টি।
প্রার্থী বাছাই হবে টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে।
দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে : www.dcsem.gov.in দরখাস্ত পৌঁছানো চাই ২৯ এপ্রিলের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন