উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশা কর্মী পদে তরুণী নিয়োগ
জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর অধীন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশা কর্মী পদে ১৬২ জন তরুণী নেওয়া হচ্ছে। কারা আবেদনের যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অবর্তীর্ণ বিবাহিতা, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিকাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন।
বয়স : বয়স হতে হবে ৫-৪-২০২২ এর হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সাধারণ তপশিলীদের বেলায় বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্ৰাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাহ প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাবেন।
শূন্যপদ : ইসলামপুর ব্লকে ১১৩ টি, গোয়ালপোখের- ১৫ টি। কোন ব্লকে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন কিংবা সংশ্লিষ্ট ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অফিসে পাবেন।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিস কিংবা এই ওয়েবসাইটে : www.uttardinajpur.nio.in দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যায়িত নকল। দরখাস্ত সরাসরি জমা দেবেন ২২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট মহকুমার অফিস কিংবা বি.ডি.ও অফিসে। দরখাস্ত ঠিকানা লিখবেন এইভাবে :
'APPLICATION FOR THE
POST OF ASHA'
To
The Member Secretary,
ASHA Selection Committee,
Office of the Block
Development Officer,
.............……………………Block,
P.O………………………………
Dist.Uttar Dinajpur,
West Bengal
Pin………………………………
পূর্ব বর্ধমান জেলায় ২২ আশা কর্মী
জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-১ ব্লকে ৫ টি গ্রাম পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশা কর্মী পদে ১২ জন আর মঙ্গলকোটে ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েতে ১০ জন তরুণী নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অবতীর্ণ বিবাহিতা, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষা গত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন।
বয়স : বয়স হতে হবে ১-১-২০২২ এর হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।তপশিলীদের বেলায় বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট ও গ্ৰাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
শূন্যপদ : কেতুগ্রাম ব্লকে ১২ টি ও মঙ্গলকোট ব্লক এ ১০ টি।
দরখাস্তের বয়ান সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা এই ওয়েবসাইটে : www.purbabardhaman.nic.in দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রমানপত্রের নকল। দরখাস্ত সরাসরি জমা দেবেন ২২ এপ্রিলের মধ্যে, সংশ্লিষ্ট মহকুমার অফিস কিংবা বি.ডি.ও অফিসে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন