নতুন লুকে জিত... আসছে এই ঈদে নতুন মুভি

JEET-New-Upcoming-Movie-Release-2022-Eid


ঈদ উপলক্ষ্যে আগামী ২৯শে এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে কলকাতা বাংলা সিনেমার সুপারস্টার জিতরাবণনামের এই সিনেমাটি ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটিতে দুটি ভিন্ন রুপে পর্দায় হাজির হবেন এই তারকা 


Cick To Join Our - Whatsapp Group

এদিকেরাবণমুক্তির আগেই নতুন সিনেমার ঘোষনা দিয়েছেন জিতচেঙ্গিজনামের নতুন এই সিনেমায় স্টাইলিস্ট অ্যাকশন হিরো চরিত্রে বড় পর্দায় ফিরছেন সুপারস্টার জিত সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুক পোষ্টারে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে

সদ্য প্রকাশিত এই পোষ্টারে সুপারস্টার জিত কে দেখা গেছে স্টাইলিস্ট লুকে। পোষ্টার থেকে বোঝা যাচ্ছে সিনেমাটিতে একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন এই তারকা। আর তার নতুন এই সিনেমাটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা হিসেবে নির্মিত হতে যাচ্ছে চোখে সানগ্লাস, গায়ে চেকের স্যুট এবং হাতে সিগারেট নিয়ে দুর্দান্ত রুপে ভক্তদের মাঝে হাজির হয়েছেন এই তারকা

 

জিতের নতুন সিনেমাচেঙ্গিজপরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন এই অভিনেতা। আর সিনেমাটিতে তার বিপরীতে আছেনপ্রেমটেমখ্যাত নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। সাথে আরো থাকছেন শতাফ ফিগার। এছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রোনিত রয়। জানা গেছেরাবণসিনেমার মতচেঙ্গিজসিনেমায়ও পুলিশ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগারকে।তবে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ জিত। তবে জানা গেছে আগামী ছবিতে নব্বইয়ের দশকের কলকাতা উঠে আসবে পটভূমিকায়। সেই সময়কার এক বা একাধিক বিশেষ ঘটনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। জিত বরাবর বাণিজ্যিক ছবিতে বিশ্বাসী। ধারনা করা হচ্ছে জিতের নতুন সিনেমাচেঙ্গিজবাণিজ্যিক ধারায়ই নির্মিত হতে যাচ্ছে। এছাড়া সিনেমাটির নাম বলছে, সম্ভবত চেনা রাস্তাতেই আবারও হাঁটতে চলেছেন তিনি

 

বিস্তারিত জানা না গেলেও ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে অর্থ পাচার এবং এর সাথে সম্পৃক্ত একটি মাফিয়া চক্রের গল্প উঠে আসবে সিনেমাটিতে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে দিন কয়েকের মধ্যেই সিনেমাটি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন এই সুপারস্টার। কলকাতা ভিত্তিক গল্পে নির্মিত হতে যাচ্ছে, তাই সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারন কলকাতা এবং কলকাতার আশেপাশে হবে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি

 জিত অভিনীতরাবনসিনেমাটির অন্য দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী এবং নবাগত লহোমা ভট্টাচার্য। আগামী ২৯শে এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন গল্পে নির্মিত এই সিনেমাটি। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে টলিউডের আরেক সুপারস্টার দেব এবং রুক্ষ্মিনি মিত্র অভিনীতকিসমিসসিনেমাটি। এই দুই সিনেমার মাধ্যমে আরো একবার বক্স অফিসে মুখোমুখি হচ্ছে জিত এবং দেব

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post