অষ্টম পাশেই ডাক বিভাগে দারুণ চাকরি, আবেদন কীভাবে?
India Post
Recruitment 2022: সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। ইন্ডিয়া পোস্টে চাকরি করার দারুণ সুযোগ এসেছে। সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ সি পদের জন্য আবেদন করতে আগ্রহী এমন আবেদনকারীদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানিয়েছে। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইটে indiapost.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। দক্ষ কারিগর পদের জন্য আবেদনের শেষ তারিখ ৯ মে, ২০২২ পর্যন্ত। ভারতীয় ডাক বিভাগে চাকরি ২০২২ (India Post Recruitment 2022): শূন্যপদের বিবরণ মেকানিক (মোটর ভেহিকেল): ৫টি পদ বৈদ্যুতিক: ২টি পদ
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ভারতীয় ডাক বিভাগে চাকরি ২০২২ (India Post Recruitment 2022): শিক্ষার যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি শংসাপত্র বা অষ্টম ক্লাস পাশ, সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা-সহ পাস করা। এ ব্য়াপারে সরকারি বিজ্ঞাপনে বিস্তারিত বলা রয়েছে। প্রার্থীদের কাছে আর্জি, আবেদনের আগে সরকারি নোটিফিকেশন ভাল করে পড়ে দেখতে হবে। মেকানিক (মোটর গাড়ি) পদের জন্য আবেদনকারীদের ভারী যানবাহন চালানোর জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষণের নিয়ম অনুসারে যেমন ছাড় পাওয়ার কথা, তেমন পাওয়া যাবে। তাঁরা ১৯ হাজার ৯০০ টাকা বেতন পাবেন।
ভারতীয় ডাক বিভাগে চাকরি ২০২২ (India Post Recruitment 2022): আবেদন করার জন্য ধাপ আবেদনকারীদের আবেদনপত্র পূরণ করার পর সেটা পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়- 'দ্য সিনিয়র ম্যানেজার (জেএজি), মেল মোটর সার্ভিস, ১৩৪-এ, সুদাম কালু আহিরে মার্গ, ওয়ার্লি, মুম্বাই- ৪০০০১৮-এ পাঠাতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য সরাসরি লিঙ্ক এখানে রয়েছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন