এত বড় সেলিব্রেটি হয়েও বিন্দু মাত্র অহংকার নেই অরিজিৎ সিং এর, দেখুন কি করল অরিজিৎ সিং।
একটু নামডাক হলেই কি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আচরণ করতে পারেন কেউ? কেউ পারেন নিজেদের ছোটবেলা যেভাবে কেটেছে, নিজের সন্তানের ছোটবেলাও যাতে সেভাবেই কাটে, তার ব্যবস্থা করতে? বেশির ভাগ সেলিব্রিটিই পারেন না।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এখন তো সামান্য ইউটিউব সেলিব্রিটিদের মাটিতে পা পরে না আবার বিশেষ করে তাঁরা যদি বলিউডের সেলিব্রিটি হন, তাহলে তো কথাই নেই। তাঁরা সাধারণত সন্তানদের নামজাদা এবং খরচসাপেক্ষ স্কুলেই ভর্তি করেন। আর এখানেই একেবারে আলাদা অরিজিৎ সিং।সম্প্রতি অরিজিৎ সিংকে দেখা গেল মুর্শিদাবাদের একটি স্কুলের সামনে। কারণ খোঁজ করতে গিয়ে অনেকেই জানতে পেরেছেন ছেলে জুলকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছোট স্কুলেই পড়াচ্ছেন অরিজিৎ। আর তার পর থেকেই অরিজিতের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে তাঁর অনুরাগীদের।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মানুষ অরিজিৎ। ছোট থেকে সেখানেই বড়ো হয়েছে তিনি। যদিও বলিউডে কাজের সূত্রে তাঁকে অনেকটা সময় থাকতে হয় মুম্বইয়ের আন্ধেরিতে। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা মুম্বইয়ের বিলাসবহুল আবাসনে থাকেন না। বরং তাঁরা বেশির ভাগ সময় থেকেছেন জিয়াগঞ্জেই। তাই ছেলে জুলকে অরিজিৎ ভর্তি করেছেন সেখানকারই স্কুলে।
সম্প্রতি ছেলের স্কুলে যান অরিজিৎ। করোনার ভয় কাটিয়ে স্কুল আবার খুলেছে। ছেলেকে সেখানে পৌঁছতে গিয়েছিলেন দেশের সবচেয়ে নামজাদা গায়কদের মধ্যে অন্যতম এই শিল্পী।
নির্ধারিত সময়ের আগে মাউন্ট লিটেরা জি স্কুলের গেটের সামনে পৌঁছে যান তিনি। গেট তখনও খোলেনি। তাই আর পাঁচজন অভিভাবকের সঙ্গেই অপেক্ষা করেন তিনি। অন্য অভিভাবকদের মধ্যে কৌতূহলও সৃষ্টি হয়। কিন্তু সে সব নিয়ে মাথা ঘামাননি গায়ক। বরং একেবারে সাধারণ মানুষ হয়ে, সাধারণ মানুষের মতো করেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন অরিজিৎ। তার পরে ফিরে যান বাড়ি।অরিজিতের এই কাণ্ড দেখে, তাঁর ছেলেকে জিয়াগঞ্জের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত দেখে অনেকেই অরিজিতের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, আজও অরিজিতের গায়ে মাটির গন্ধ লেগে রয়েছে। আর সেটিই তাঁর সাফল্যের কারণ।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন