বাবা হতে চলেছেন রণবীর সিং - নিজেই সে কথা স্বীকার করেছে বলিউডের আলাউদ্দিন।
এই মুহূর্তে পেজ থ্রির শিরোনামে রয়েছেন রনবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে । সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল এখন রালিয়ারই ছবি। সকলেরই জানা, দীপিকা পাড়ুকোনের চর্চিত প্রাক্তন ছিলেন রনবীর কাপুর৷ তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর দীপিকা বিয়ে করেন বলিউডের আলাউদ্দিন রণবীর সিং কে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
খবর পাওয়া যাচ্ছে, এবার নাকি বাবা হতে চলেছেন রণবীর সিং। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলিউডের আলাউদ্দিন খিলজি। তবে কি দীপভীরের কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। স্ত্রী দীপিকার প্রাক্তন রনবীর কাপুরের বিয়ের পরেই বড় ঘোষণা করলেন রণবীর সিং, আর তা নিয়েই কার্যত চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।
এবার ব্যাপারটা খোলাসা করেই বলা যাক। রণবীর সিং নিজের ইনস্টাগ্রামে তার আসন্ন ছবি জয়েশভাই জোরদারের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। আপলোড করা এই পোস্টারে লেখা , ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে?’ , ‘আপনাদের কি মনে হয়’ রণবীর লেখেন। এই পোস্টারে রণবীরের হাতে একটি ফুটফুটে সদ্যজাতকেও দেখা যাচ্ছে।
আগামী ১৩ ই মে মুক্তি পেতে চলেছে রণবীর সিংয়ের আসন্ন ছবি জয়েশভাই জোরদার। ছবির প্রচারের জন্যই এই কায়দা ব্যবহার করা হয়েছে। ছবিতে রণবীর সিং এক গুজরাটির ভূমিকায় অভিনয় করবেন। ছবিটির প্রথম পোস্টার আসে ২০১৯ সালে। কিন্তু করোনা কালীন লকডাউনের কারণে এই ছবির মুক্তি পিছিয়ে দেন প্রযোজকরা।
এই বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে রণবীর সিং বলেন এই ছবির নায়ক আগে দেখা সমস্ত নায়কদের তুলনায় আলাদা। এর আগেও গুজরাটির ভূমিকায় দেখা মিলেছে তার সঞ্জয় লীলা বনসালির ছবি রামলীলায়। এই ছবির পরিচালনা করবেন মণীশ শাহ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন