কাপুর পরিবারে একের পর এক সুখবর, এবার সুখর দিলেন করিশ্মা কাপুর

Karisma-Kapoor-unknown-fact


ভাই রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে উপলক্ষে এখনও আনন্দে মেতে গোটা কপূর ভট্ট পরিবার সদ্যই গিয়েছে বিয়ে তারপর রিসেপশন


Cick To Join Our - Whatsapp Group

কপূর পরিবারে উৎসবের আমেজ শেষ হয়নি এখনও তারইমধ্যে নতুন খুশির খবর শোনালেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor) অভিনেত্রীর পোস্টে উচ্ছ্বসিত অনুরাগী থেকে অন্যান্য় তারকারা

দীর্ঘ বেশ কিছু বছর অভিনয় থেকে দূরে রয়েছেন করিশ্মা কপূর। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খান, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত 'জিরো' ছবিতে। এই ছবিতে তাঁকে একটি ক্যামিও চরিত্রে দেখা যায়। যদিও গতবছর টেলিভিশনের বেশ কিছু শোয়ে অতিথি কিংবা অতিথি বিচারক হিসেবে দেখা যায় করিশ্মা কাপুরকে। এবার নতুন ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে

 

এদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। তাঁর আগামী ছবি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'-এর ঘোষণা করেছেন তিনি। নতুন ছবির ক্ল্যাপারবোর্ডের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, 'নতুন শুরু 'ব্রাউন' ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। জানা গিয়েছে, অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা 'ব্রাউন' দীর্ঘদিন পরে পর্দায় করিশ্মা কাপুরের কাম ব্যাকে খুশি অন্যান্য তারকারাও

 

'ব্রাউন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে করিশ্মা কপূরকে। এই ছবিতে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় থাকবেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ''ব্রাউন' এমনই এক ধরনের গল্প বলবে, যা কেবলমাত্র দর্শকদের উত্তেজনা বৃদ্ধি করবে তা- নয়, এই ধরনের চরিত্রে অভিনয় করা যেকোনও অভিনেতার জন্যই চ্যালেঞ্জের। আর এমন একটা প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে উত্তেজনা অনুভব করছি। আমার চরিত্রটা নির্ভীক, শক্তিশালী। আর আশা করছি দর্শকদেরও ততটাই ভালো লাগবে। কবে ছবির শ্যুটিং শুরু হবে, তার জন্যই অপেক্ষা করছি।'




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post