'ভুল ভুলাইয়া টু' মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি।
বলিউডে নতুন মুভি মুক্তি পেতে চলেছেন।আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhoolaiyaa 2)।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
তার
আগে আজ নেট
দুনিয়ায় মুক্তি
পেল এই ছবির
টিজার।
আগে ঠিক হয়েছিল
২৫ মার্চ মুক্তি
পাবে এই ছবি। কিন্তু
করোনা এবং আরও
নানা কারণে পিছিয়ে
যায় এই ছবির
মুক্তি।
২৫ তারিখ মুভিটি
মুক্তি পায়নি। যদিও চলতি
বছরের শুরুর দিকে
নির্মাতাদের পক্ষ
থেকে জানান হয়েছিল
যে, এই ছবির
মুক্তির দিন
বদলাবে না। কিন্তু আজ
টিজার মুক্তির সঙ্গে
সঙ্গেই নতুন মুক্তির
দিন জানিয়ে দেওয়া
হল তাদের পক্ষ
থেকে।
'ভুল ভুলাইয়া টু'
ছবির
টিজার
ও
মুক্তির দিন
প্রকাশ্যেএলো।এদিন নিজের
সোশ্যাল মিডিয়া
হ্যান্ডলে 'ভুল
ভুলাইয়া টু'
ছবির
টিজার
(Bhool Bhoolaiyaa 2 Teaser) পোস্ট করেছেন
বলিউড
অভিনেতা কার্তিক আরিয়ান। টিজার
পোস্ট
করে
তিনি
লেখেন,
'রুহ
বাবা
আসছেন।
সাবধান
মঞ্জুলিকা।' কার্তিক আরিয়ানের এই
পোস্টে
দারুণ
উচ্ছ্বসিত সাধারণ
নেট
নাগরিক
থেকে
অন্যান্য তারকারা। হরর
কমেডি
'ভুল
ভুলাইয়া টু'
নিয়ে
খুবই
উত্তেজিত দর্শকেরা। প্রথম
ছবির
সাফল্যের পর
দ্বিতীয় ছবি
কেমন
হতে
চলেছে,
তা
দেখার
জন্য
অধীর
আগ্রহে
রয়েছেন
তাঁরা। ছবিতে
অভিনয়
করেছেন
কার্তিক আরিয়ান,
কিয়ারা
আডবাণী,
তব্বু।
পরিচালক অনীশ
বাজমির
এই
ছবি
প্রযোজনা করেছেন
ভূষণ
কুমার
এবং
মুরাদ
খেতানি।প্রসঙ্গত, ট্রেড
অ্যানালিস্ট তরণ
আদর্শও
তাঁর
সোশ্যাল মিডিয়া
হ্যান্ডলে 'ভুল
ভুলাইয়া টু'
ছবির
টিজার
পোস্ট
করেছেন। আগামী
২০
মে
মুক্তি
পাবে
এই
ছবি।
অপেক্ষায় রয়েছে
দর্শকেরা।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন