এমপ্লয়ীজ স্টেট ইনসিউরেন্স কর্পোরেশনে লোক নিয়োগ
এমপ্লয়ীজ স্টেট ইনসিউরেন্স কর্পোরেশন 'সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার গ্ৰেড-।।/ সুপারিন্টেন্ডেন্ট' পদে ৯৩ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কমার্স, আইন বা ম্যানেজমেন্টের গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে দক্ষতা (অফিস ও ডাটা বেস সহ) থাকতে হবে। কোনো সরকারি সংস্থা, কর্পোরেশন, সরকার অধিগৃহীত সংস্থা, লোকাল বডি বা ব্যাঙ্কে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১২-৪-২০২২ এর হিসাবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, কেন্দ্রীয় সরকারি ও ই.এস.আই.সি তে কর্মরত হলে যথারীতি বয়সের ছাড় পাবেন।
মূল মাইনে : ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।
শূন্যপদ : ৯৩ টি এর মধ্যে (জেনাঃ ৪৩, ও.বি.সি ২৪, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস ৯)। এর মধ্যে প্রাঃসঃকঃ ৯ টি, প্রতিবন্ধী ৪ টি।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। পরীক্ষা হবে ৩ টি ধাপে - প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ও কম্পিউটার স্কিল টেস্ট, ডেসক্রিপ্টিভ টেস্ট।
প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ - ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন,
(২) রিজনিং এবিলিটি ৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন,
(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড
৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন। সময় থাকবে এক ঘন্টা। এই পার্টে নেগেটিভ মার্কিং আছে। ৪ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
এই পরীক্ষা থেকে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থী কে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। এই পার্টে ২০০ নম্বরের ১৫০ টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে :
(১) রিজনিং/ইন্টেলিজেন্হ
- ৬০ নম্বরের ৪০ টি প্রশ্ন,
(২) জেনারেল/ ইকনামি/ ফিনান্সিয়াল/ ইনসিওরেন্স অ্যাওয়ারনেস ৪০-নম্বরের ৪০ টি প্রশ্ন,
(৩) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৪০ নম্বরের ৩০ টি প্রশ্ন।
(৪) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট
- ৬০ নম্বরের ৬০ টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।
এরপর ৫০ নম্বরের ৩০ মিনিটের কম্পিউটার স্কিল টেস্ট। এর মধ্যে পাওয়ার পয়েন্ট স্লাইডের জন্য ১০ নম্বর, টাইপিং ২০ নম্বর, এক্সেল ২০ নম্বর। তারপর ডেসক্রিপ্টিভ পার্টি ইংলিশ ল্যাঙ্গোয়েজ (চিঠি লেখা প্রবন্ধ লেখা) বিষয়ে থাকবে ৫০ নম্বর। সময় ৩০ মিনিট। ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১২ এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইটে: www.esic.nic.in প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে 'Apply online for Recruitment to the post of SSO-2022 in ESIC' তে ক্লিক করলে পুরো বিজ্ঞাপনটি পেয়ে যাবেন। অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (২০-৫০ কেবির মধ্যে), সিগনেচার (১০-২০ কেবির মধ্যে), লেফট থাম্ব ইমপ্রেশন (২০-৫০কেবির মধ্যে) স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের দেওয়া লাইনগুলি কোন সাদা পেপারে নিজের হাতে লিখে স্ক্যান করবেন (৫০-১০০কেবির মধ্যে)। 'I.....(Name of
candidate), hereby declare that all the information submitted by me in the application
form is correct, true and valid. i will present the supporting documents as and
when required'.
প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেবেন। তারপর যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। এবার পরীক্ষা ফী বাবদ ৫০০ (তপশিলী, মহিলা, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীদের বেলায় ২৫০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে বা নেট ব্যাঙ্কিং এ জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন