গ্ৰ্যাজুয়েট থেকে WBCS অফিসার হওয়ার স্বপ্ন দেখাচ্ছে- 'রেবিক্স'
২০২২ সালের WBCS প্রিলিমিনারি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বেরিয়ে গেছে। ফর্ম ফিলাপের শেষ তারিখ ২৪ মার্চ। পরীক্ষা হবে মে জুন মাস নাগাদ। অর্থাৎ বাকি আর মাত্র কয়েক মাস।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
সত্যি কথা বলতে এই কয়েক সপ্তাহের মধ্যে সিলেবাস বুজতেই অর্ধেক সময় চলে যাবে। তাহলে উপায় কী ? রাজ্যজুড়ে WBCS ইনস্টিটিউটে ছড়াছড়ি। এর মধ্যে কোনটা সঠিক ? প্রত্যেক বছরের মতো এ বছরও এই উপায় বের করে বিজ্ঞানসম্মত ভাবে WBCS পরীক্ষার গাইড দেওয়ার জন্য আগামী মে মাস থেকে চালু হচ্ছে রেবেকা বেলিলিয়াস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ স্টাডিস (REBICS) এর নির্ভরযোগ্য কোচিং। কিন্তু এই কোচিং এর বিশেষত্ব কী? এটিই রাজ্যে অন্যতম প্রতিষ্ঠান যেখানে এখানে আসা ছাত্র-ছাত্রীদের মেধা দেখে (কাউন্সিলিং করে) তাঁরা আদৌ এই পরীক্ষা পাশ করতে পারবে কিনা― প্রথমেই তা বলা হয়। অর্থাৎ কোনো মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে প্রতিভার সঠিক বিকাশ যাতে হয়, সেটাই সবার আগে নিশ্চিত করা হয়। তারপর যাঁরা এখানে ভর্তি হলেন তাঁদের শেখানো হয় কীভাবে Optional বিষয় পছন্দ করতে হয়। ( যা WBCS পরীক্ষায় সফল হতে গেলে অন্যতম নির্ণায়ক)। তারপর বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে স্টাডি মেটেরিয়াল দেওয়া থেকে WBCS অফিসারদের গাইডেন্স, Prelims ও Mains জন্য আলাদা আলাদা প্রস্তুতিপর্ব, ইন্টারভিউয়ের পদ্ধতি, পার্সোনালিটি বাড়ানোর জন্য আলাদাভাবে গ্রুমিং সেশন ইত্যাদি সব বিষয়েই অভূতপূর্ব গাইডেন্স-ই এই প্রতিষ্ঠানের মূখ্য USP । এছাড়াও এখানে West Bengal Judicial Service এর প্রশিক্ষণ দেওয়া হয়। একজন সাধারন গ্রাজুয়েট থেকে WBCS আধিকারিক হওয়ার স্বপ্ন দেখানোর জন্য এই প্রতিষ্ঠান এককথায় অনবদ্য। কীভাবে ? তা জানতে সরাসরি ফোন করুন এই নম্বরে : 7980448373/9831226020 অথবা সরাসরি এই ঠিকানায় চলে এসে নিজের চোখে পরখ করুন ― REBICS, ২৩৪, বেলিলিয়াস রোড়, হাওড়া (টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পাশে)।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন