মমতা বললেন The Kashmir Files মুভিটি দেখবেন না , নাম না করে আক্রমণ

মমতা বললেন The Kashmir Files মুভিটি দেখবেন না , নাম না করে আক্রমণ


বর্তমানে সব থেকে বেশি চর্চিত বিষয় হল the Kashmir files. মানুষ উঠতে বসতে , চলতে ফিরতে সরবত্র একটিই আলোচনা । The Kashmir Files...


প্রথম পাঁচদিনেই ৬০ কোটির উপর ব্যবসা করেছে মুভিটি । করোনা পরবর্তী সময়ে যেখানে অন্য মুভিগুলি সিনেমা ঘরে হাবুডুবু খাচ্ছে সেখানে এই মুভিটি রমরমিয়ে চলছে ।


ইতিমধ্যেই মুভিটি প্রধানমন্ত্রীরও প্রশংসা পেয়েছে ।উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ , ত্রিপুরা , আসাম তথা বেশ কয়েকটি রাজ্যে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে । মধ্যপ্রদেশে পুলিশ কর্মীদের মুভিটি দেখার জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে । আসামে মুভিটি দেখার জন্য সরকারী কর্মীদের অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে  । এমতাবস্তায়  অনেকেই প্রশ্ন তুলছিলেন আমাদের পিসিমনি এই মুভিটি দেখার জন্য ছুটি ঘোষণা করবেন । মুভিটি সম্পর্কে তাঁর কি মতামত…


অতপর the Kashmir files নিয়ে তিনি মুখ খুললেন । গতকাল বিধানসভায় স্ররাস্ত্র দপতরের বাজেৎ বক্তৃতায় তিনি বলেন

"কেউ সিনেমাটি দেখতে যাবেন না । সিনেমায় যা দেখায় সব সত্যি নয় । ওগুলো সব বানানো ।"


যদিও তিনি সরাসরি The Kashmir Files এর নাম করেন নি । তবুও তিনি যে সেই মুভিটি সম্পরকেই একথা বলেছেন এনিয়ে কারো সংশয় নেই ।

তিনি বলেছেন "ওদের অনেক টাকা । টাকা খরচ করে ওসব বানায় । তাই বানানো জিনিসে বিশ্বাস করবেন না । এবং দেখবেন না ।"

তাই যারা বলছেন যে এরাজ্যে কেন মুভিটিকে ট্যাক্স ফ্রি করা হল না , তাদের বলি আপনারা যে পশ্চিমবঙ্গের  সিনেমা হলে বসে কাঁচা বাদাম খেটে খেটে মুভিটি  দেখতে পারছেন এটার জন্য পিসিমনিকে একটি ধন্যাবাদ জানান ।  


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post