পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোক নিয়োগ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা ওয়েস্ট সার্কেল সাব-অর্ডিনেট ক্যাডারে 'পিওন' পদে ১৬ জন, নদিয়া সার্কের সাব-অর্ডিনেট ক্যাডারে 'পিওন' পদে ১৫ জন, পশ্চিম মেদিনীপুর খড়গপুর সার্কেলে সাব-অর্ডিনেট ক্যাডারে 'পিওন' পদে ১২ জন ছেলেমেয়ে নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কারা কোন সার্কেলে আবেদনের যোগ্য : উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সব সার্কেল এর জন্য আবেদন করতে পারেন। ইংরেজিতে লিখতে ও পড়তে পারায় দক্ষতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ১-১-২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ১১তম দ্বিপাক্ষিক চুক্তি ও পরবর্তীতে মীমাংসার ভিত্তিতে মাইনে ঠিক করা হবে।
শূন্যপদ : কলকাতা ওয়েস্ট সার্কেল ১৬ টি। এর মধ্যে হাওড়ায় ৪ টি (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ১, ই.ডব্লু.এস ১)। এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ২, অন্যান্য ১। কলকাতায় ৪ টি (জেনাঃ ৩, তঃজাঃ ২, ও.বি.সি ২, ই.ডব্লু.এস ১)। এর মধ্যে প্রাঃসঃকঃ ১।
নদীয়া সার্কেলে ১৫ টি (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ও.বি.পি ৩, ই.ডব্লু.এস ১)। এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ৪, অন্যান্য ১।
খড়গপুর সার্কেলে ১২ টি (জেনাঃ ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩, ই.ডব্লু.এস ১)। এর মধ্যে প্রাঃসঃকঃ ২, অন্যান্য ১।
সব সার্কেলের বেলায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রার্থী বাছাই হবে। প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইয়ে মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে।
দরখাস্ত করবেন সাধারন কাগজে, এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.pnbindia.in পূরণ করা দরখাস্তে সঙ্গে দেবেন :
(১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমানপত্রের প্রত্যয়িত নকল,
(২) স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্ব-প্রত্যায়িত নকল,
(৩) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এর প্রত্যয়িত নকল (যদি থাকে),
(৪) প্যান কার্ড, আধার কার্ডের প্রত্যয়িত নকল,
(৫) এখনকার তোলা ১কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে)। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'RECRUITMENT OF PEONS
IN SUBORDINATE CADRE 2021-22 দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রিডাকে বা স্পীড ডাকে।
কলকাতা ওয়েস্ট সার্কেলের বেলায় দরখাস্ত পৌঁছানো চাই ২৩ মার্চের মধ্যে। এই ঠিকানায় : The Chief Manager, HRD Department, Punjab National Bank,
Human Resourse Dept, Circle office Kolkata West, United Tower, 3rd Floor, 11,
Hemanta bose Sarani, Kolkata-700001.
নদিয়া সার্কেলের বেলায় দরখাস্ত পৌঁছনো চাই ২০ মার্চের মধ্যে, এই ঠিকানায় : The Chief Manager,
HRD Department, Punjab National Bank, Circle Office Nadia, 1/4, L.K Maitra Road
Krishnanagar, W.B, Pin- 741 101.
খড়্গপুর সার্কেলের বেলায় দরখাস্ত পৌঁছানো চাই ২৫ মার্চের মধ্যে, এই ঠিকানায় : The Chief Manager,
HRD Department, Punjab National Bank, Circle Office Kharagpur, BE-1,
Bidhannagar, Near Mahua Cinema Hall, Station Road, Midnapore, pin- 721 101.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন