পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোল
পশ্চিমবঙ্গ পুলিশের ২০২০ সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের যে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা গত বছর ২৬ সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে : www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে ফিজিক্যাল টেস্ট এর জন্য কোয়ালিফাই করেছেন কিনা তা জানতে পারবেন। সেইসঙ্গে প্রার্থী নম্বরও জানতে পারবেন। সফলদের এরপর শরীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে।
শারীরিক মাপজোক এর পরীক্ষায় উচ্চতা, ওজন,বয়স ইত্যাদি দেখা হবে।
শারীরিক মাপজোখ পরীক্ষায় সফল হলে (কোয়ালিফাই) 'শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। ছেলেদের বেলায় এই পরীক্ষায় ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১,৬০০ মিটার দৌড়াতে হবে। আর মেয়েদের বেলায় ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। দৌড়ে একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে।
৮৫ নম্বরের লিখিত পরীক্ষায় ৮৫ টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে :
(১) জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ-২৫,
(২) ইংরিজি-২৫ নম্বর,
(৩) এলিমেন্টারি ম্যাথমেটিক্স
(মাধ্যমিকের মানের)-২০ নম্বর,
(৪) রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস - ১৫ নম্বর,
সময় থাকবে ১ ঘণ্টা। মেন পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং আছে। ৪ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়।
লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে ১৫ নম্বরের ইন্টারভিউ হবে।
মোট শূন্যপদ : ৮,৬৩২ টি। এরমধ্যে ছেলেদের জন্য ৭,৪৪০ টি (জেনাঃ ২,৬৪০, জেনাঃ ই.সি ১,২৮০, তঃজাঃ ১,১২০, তঃজাঃ ই.পি ৫৬০, তঃউঃজাঃ ৩২০, তঃউঃজাঃ ই.সি ১৬০, ও.বি.সি-এ ক্যাটেগরি ৪০০, ও.বি.সি-বি ক্যাটেগরি ই.সি ১৬০)। মেয়েদের জন্য ১,১৯২ টি (জেনাঃ ৪২৩, জেনাঃ ই.সি ২০৫, তঃজাঃ ১৭৯, তঃজাঃ ই.সি ৯০, তঃউঃজাঃ ৫১, তঃউঃজাঃ ই.সি ২৬, ও.বি.সি-এ ক্যাটেগরি ৯০, ও.বি.সি-এ ক্যাটেগরি ই.সি ৩৮, ও.বি.সি-বি ক্যাটেগরি ৬৪, ও.বি.সি বি ক্যাটেগরি ই.সি ২৬)।
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থী কে অর্থাৎ, মোট প্রায় ১ লাখ ৭ হাজার জন প্রার্থীকে সফল করানো হয়েছে। ছেলেদের বেলায়― জেনারেল প্রার্থীদের কাট অফ নম্বর ৪১,২৫, তপশিলী জাতির প্রার্থীদের ৩০.৫, তপশিলী উপজাতি প্রার্থীদের ২৫.৫, ও.বি.সি-এ ক্যাটাগরির প্রার্থীদের ৩০.৭৫, ও.বি.সি- বি ক্যাটেগরির প্রার্থীদের ৩৭.২৫ এর কাছাকাছি নেমেছে। মেয়েদের কাট অফ নেমেছে ৩১.৭৫ এর কাছাকাছি। এখনো মাঠ পরীক্ষার তারিখ ঠিক হয়নি। সম্ভবত এপ্রিলে মাঠ পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের ২০২০ সালের ওয়্যারলেস সুপারভাইজার (টেকনিক্যাল) গ্ৰেড-।।পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলও বেরিয়েছে। সফলদের তালিকা ওই ওয়েবসাইটে পাবেন। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা। তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা। তারপর হবে পার্সোন্যালিটি টেস্ট। এই পদে শূন্যপদ আছে ৭৪ টি।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন