পলিটেকনিকে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু
পশ্চিমবঙ্গের পলিটেকনিকে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফর্মেশন সিকিউরিটি, ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ফুড প্রসেসিং টেকনোলজি, ফুটওয়্যার টেকনোলজি, জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম অ্যান্ড গ্লোবাল পশিসনিং সিস্টেম, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, ইন্টেরিয়র ডেকরেশন, লেদার গুডস টেকনোলজি, মেকানিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
(প্রোডাকশন), মেটালার্জিক্যাল,
মাইনিং, মাইন সার্ভেয়িং, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, মাল্টিমিডিয়া টেকনোলজি, প্যাকেজিং টেকনোলজি, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, রেনিউভেবল এনার্জী সার্ভে ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইনিং, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, কনস্ট্রাকশন অটো মেশন অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা (ল্যাটারাল এন্ট্রি) কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর অধীন (১০+২) সিস্টেমে ভোকেশনাল শাখায় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিষয়ে উচ্চমাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। এ বছর যাঁরা ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদনের যোগ্য।
মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ২ বছরের কোর্স পাশ হলেও যোগ্য। বয়সের কোনো কড়াকড়ি নেই।
অঙ্ক বা বায়োলজি বিষয় সহ ফিজিক্স ও কেমিস্ট্রি আবশ্যিক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা অ্যাপিয়ার্ড প্রার্থীরাও যোগ্য।
অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ বা অ্যাপিয়ার্ড প্রার্থীরাও যোগ্য। ২ বছরের কোর্স। বয়সের কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই করবে 'ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট' । ২০২২ সালের 'ভোকলেট' পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা ৭ মে, দেড়টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত। এই সব কেন্দ্রে : উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার।
২ ঘন্টার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ এর পরীক্ষায় থাকবে এসব বিষয় : অঙ্ক-৪০, ইংরেজি-১০, অ্যাপ্টিটিউট-১০, ফিজিক্স-২০, কেমিস্ট্রি-২০ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে। পরীক্ষা সংক্রান্ত তথ্য ও লিখিত পরীক্ষার ফল পাবেন এই ওয়েবসাইটে : www.webscte.co.in অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। ফল বেরোবে জুন মাসে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৪ এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.webscte.co.in এই জন্য বৈধ একটি ই-মেল আই.ডি ও মোবাইল নম্বর থাকতে হবে। এবার দরখাস্ত করতে কোন ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য উপরের ওয়েবসাইটে পাবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন