কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রালয় এ লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রালয় এ লোক কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সাউদার্ন কমান্ড 'সাব ডিভিশনাল অফিসার গ্ৰেড -।।' পদে ৮৯ জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়িং বা ড্রাফটসম্যাশিপ (সিভিল) (অন্তত ২ বছরের) এর সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বয়স : বয়স হতে হবে ১৫-১-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে : ৫,২০০ - ২০,২০০ টাকা ও গ্ৰেড পে ২,৪০০ টাকা (প্রি-রিভাইজড)।
শূন্যপদ : ৮৯ টি (জেনাঃ ৩৬, ও.বি.সি ২৩, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৪, ই.ডব্লু.এস ১৬)। এর মধ্যে প্রাঃসঃকঃ ৯, প্রতিবন্ধী ৩।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। পরীক্ষা পূর্ব ভারতে ব্যারাকপুরে। কোনো ইন্টারভিউ নেই।
দরখাস্ত করবেন নিদিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাইনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে : https://barrackpore.cantt.gov.in, www.dgde.gov.in তখন সঙ্গে দেবেন :
(১) নিজের নাম ঠিকানা লেখা ও প্রতিটিতে ১০ টাকার ডাক টিকিট সাঁটা ১০×২২ সেমি মাপের ২ টি খাম,
(২) এখনকার তোলা ও স্ব প্রত্যয়িত করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো (১ কপি দরখাস্তের নিদিষ্ট জায়গায় সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে),
(৩) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত নকল,
(৪) ২০০ টাকার ডিমান্ড ড্রাফট।
'Principal,
Directorate Defence Estates Southern Command Pune' এর অনুকূলে ও পেয়েবল অ্যাট লিখবেন 'Union Bank of India,
Headquarter Southern Command Branch, Pune-01' তপশিলী, মহিলা, প্রাক্তন সমরকর্মী ও ই.ডব্লু.এস প্রার্থীদের ফী লাগবে না।
দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'Application for the
post of Sub Divisional Officr, Grade-ll'. দরখাস্ত পাঠাবেন সাধারণ ডাকে। দরখাস্ত পৌঁছনো চাই ১৫ (উত্তর পূর্বাঞ্চলের বেলায় ২৮) জানুয়ারির মধ্যে।
এই ঠিকানায় : The Principal
Director, Defence Estates, Southern Command, Near ECHS Polyclinic, Kondhaw
Road, Pune (Maharashtra)- 411 040.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন