Krishnagar Webel IT Park- এ ভর্তি শুরু
পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park- এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
দেড় বছরের কোর্স। যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। কোর্স শেষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আছে। আসন সংখ্যা সীমিত। বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় : সুশ্রিজো ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, কৃষ্ণনগর আই.টি.পার্ক, দে পাড়া, নদিয়া।
ফোন : 8250155379, 9832015253,
ওয়েবসাইট : www.susrijocharitabletrust.org
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন