ভারতীয় উপকূলরক্ষীবাহিনীয় লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূলরক্ষীবাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড), গ্ৰুপ 'এ' গেজেটেড অফিসার পদ মর্যাদার 'অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট' (ব্যাচ নং ০২/২০২২) পদে ৫০ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (জেনারেল ডিউটি) : ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে ৬০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশের পর যে কোনো গ্ৰ্যাজুয়েট ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। জন্ম-তারিখ হতে হবে ১-৭-১৯৯৭ থেকে ৩০-৬-২০০১ এর মধ্যে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি (ত্রিপুরা, অসম ও গোর্খাদের বেলায় ১৫২ সেমি), বুকের ছাতি সুসামঞ্জস্যপূর্ণ ও অন্তত ৫ সেমি প্রসারণক্ষম আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯ ও চশমা সহ উভয় চোখে ৬/৬ ।
মূল মাইনে : ৫৬,১০০ টাকা।
শূন্যপদ : ৩০ টি।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (জেনারেল ডিউটি কমার্শিয়াল পাইলট এন্ট্রি এস.এস.এ) : ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে।
জন্ম তারিখ হতে হবে ১-৭-১৯৯৭ থেকে ৩০-৬-২০০৩ এর মধ্যে।
মূল মাইনে : ৫৬,১০০ টাকা।
শূন্যপদ : ১০ টি।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যাল)
: ন্যাভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, মেরিন, অটোমেটিভ, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশ ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং শাখায় জন্য যোগ্য।
শূন্যপদ : ৬ টি।
ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স,
টেলিকমিউনিকেশন, ইন্ট্রুমেন্টেশন,
ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশ ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে ইলেক্ট্রিক্যাল শাখার জন্য যোগ্য।
শূন্যপদ : ৪ টি।
দুই ক্ষেত্রেই উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক বিষয়ে অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে কিংবা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।
জন্ম তারিখ হতে হবে ১-৭-১৯৯৭ থেকে ৩০-৬-২০০১ এর মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (জেনারেল ডিউটি ও সি.পি.এল- এস.এস.এ) পদে ৪০ টি শূন্যপদের মধ্যে জেনাঃ ১২, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১৬। টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল) শাখায় ১০ টি (জেনাঃ ৪, ও.বি.সি ৪, তঃজাঃ ২)।
ওপরের সব পদের বেলায় তপশিলী, এন.সি.সি.র 'সি' সার্টিফিকেট কোর্স পাশ, খেলোয়াড়রা শুধুমাত্র ডিগ্ৰি কোর্সে অন্তত ৫% নম্বরে ছাড় পাবেন।
ও.বি.সি রা ৩ বছর, তপশিলীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে ২ বছর প্রবেশন। ট্রেনিং হবে কেরলের ইঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। এছাড়া আছে অন্যান্য সুযোগ সুবিধা।
খেলাধূলায় দক্ষতা বা এন.সি.সি র সার্টিফিকেট থাকলে শুরুত্ব পাবেন। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের শতকরা হার আর খেলাধুলায় ও এন.সি.সি র সার্টিফিকেট দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ই-অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন ২৮ ডিসেম্বর থেকে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হবে প্রিলিমিনারি সিলেকশন টেস্ট হবে জানুয়ারি মাস নাগাদ। এই পরীক্ষায় থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট বা কগনিটিভ অ্যাপ্টিটিউট টেস্ট, পিকচার পারসেপশন ও গ্ৰুপ ডিসকাশন। সফল হলে মেন পরীক্ষায় সাইকোলজিক্যাল টেস্ট, গ্ৰুপ টেস্ট ও ইন্টারভিউ হবে নয়ডা ও চেন্নাইয়ে। সবশেষে ডাক্তারি পরীক্ষা হবে দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ে। পরীক্ষা হবে এই ঠিকানায় : কোস্ট গার্ড, ৬ ষ্ঠ তল, স্বরাচী বিল্ডিং, নিউ টাইন, রাজারহাট, কলকাতা - ১৬১।
প্রথমে ২ সপ্তাহের 'প্রি-ন্যাভাক ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্ৰ্যাম' হবে নয়ডায়। সফল হলে বেসিক ট্রেনিং হবে ইঝিমালায়। তপশিলীরা পরীক্ষা দিতে যাতায়াতের রেল ভাড়া পাবেন। ২-৩ দিন থাকার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবেন।
দরখাস্ত করবেন অনলাইনে, ৬ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.joinindiancoastguard.gov.in অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে 'সাবমিট' করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ২ কপি প্রিন্ট করে নেবেন। ওই প্রিন্ট করা ফর্মে রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন :
(ক) কম্পিউটার জেনারেটেড ই-অ্যাডমিট কার্ডের ২ কপি (পাশপোর্ট মাপের রঙিন ফটো সহ),
(খ) বয়স, শিক্ষাগত যোগ্যতা, ক্যারেক্টার সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল ও মূল কপি,
(গ) ১২ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো,
(ঘ) ই.ডব্লু.এস প্রার্থীদের বেলায় ইনকাম সার্টিফিকেট,
(ঙ) এন.সি.সি ও স্পোর্টস সার্টিফিকেটের মূল ও প্রত্যয়িত নকল।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন