বারাসাত অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এ ভর্তি চলছে
সরকারি চাকরির সেরা প্রতিষ্ঠান বারাসাত অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন চূড়ান্ত সাফল্যের মধ্যে অন্যতম। গত কয়েক বছরে এখানকার সাফল্য নজর কাড়ে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
২০১৯ সালের WBCS 'বি' গ্ৰুপে দ্বিতীয় র্যাঙ্ক করে DSP হয়েছে এখানকার কৃতী ছাত্রী চন্দ্রা বিশ্বাস। ২০১৮ সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৮ জন চূড়ান্ত সফল। এছাড়াও পশ্চিমবঙ্গ ফরেস্ট সার্ভিস, আই.ডি.ও, পুলিশ, প্রাইমারি, রেল, গ্ৰুপ-ডি সহ অন্যান্য বিভাগে সাফল্যের হার বেশি। যাঁরা সদ্য গ্ৰ্যাজুয়েট হয়েছো কিংবা গ্ৰ্যাজুয়েট হয়ে বিভিন্ন চাকরির জন্য পড়াশোনা করছো, তাঁদের জন্য সেরা চাকরি WBCS অফিসার হওয়া। এই পরীক্ষা যেমন প্রতি বছর হয়, তেমনি এই পরীক্ষার জন্য মেধাবী হওয়ার প্রয়োজন নেই। দরকার হার্ড ওয়ার্কার, ধৈর্য, নিয়মিত স্টাডি করা, সিলেবাস অনুযায়ী পড়া, নিয়মিত মক টেস্ট দেওয়া আর WBCS অফিসার দের কাছ থেকে গাইডেন্স নেওয়া। যার সব কিছুই এই প্রতিষ্ঠান থেকে পাবেন। একাধিক WBCS অফিসারদের দ্বারা ক্লাস করানো হয়। ২০২১ সালের প্রিলিম ও ২০২২ সালের প্রিলিম পরীক্ষার জন্য নতুন ব্যাচে ভর্তি চলছে। ২০২১ সালের প্রিলিম পরীক্ষার মক টেস্ট শুরু ৫ ডিসেম্বর থেকে। শনি ও রবিবার বাদে ছাড়াও সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন ক্লাস করানো হয়। ভর্তির জন্য যোগাযোগ : Barasat Academic
Association, Som Tower, Pioneer Park, Barasat, 24 Pgs (N) Ph : 9073345862,
9073587432, Website : www.barasatacademicassociation.com
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন