'আশা' কর্মী পদে তরুণী নেওয়া হচ্ছে
শিলিগুড়ি, সদর দার্জিলিং, মিরিক ও কার্শিয়াং সাব-ডিভিশনাল অফিসারের অধীন বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য 'আশা' কর্মী পদে ২৭৭ জন তরুণী নেওয়া হচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কারা আবেদনের যোগ্য : মাধ্যমিক পাশ, মাধ্যমিকে অকৃতকার্য বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে ১৫-১২-২০২১ এর হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যেই তফশিলীলের বেলায় বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কোন গ্রাম পঞ্চায়েতে কটি শূন্যপদ : শিলিগুড়ি এস.ডি.ও অফিসের - মাটিগাড়া ব্লকে ১৪ টি, নক্সালবাড়ি ৯ টি, ফাঁসিদাস ১৯।
সদর দার্জিলিং এস.ডি.ও অফিসে ১৯০ টি।
মিরিক এস.ডি.ও অফিসে ২০ টি।
কাশিয়াং এস.ডি.ও অফিসে ২০ টি।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে।দরখাস্তের বয়ান সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা এই ওয়েবসাইটে : www.wbhealth.gov.in, http://darjeeling.gov.in
দরখাস্তের সঙ্গে দেবেন : (ক) বাসিন্দা সার্টিফিকেট স্ব-প্রত্যয়িত নকল,
(খ) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটর স্ব-প্রত্যয়িত নকল,
(গ) এখনকার তোলা ও নিজের সই করা দু-কপি পাশপোর্ট মাপের ফটো,
(ঘ) নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাকটিকিট সাঁটা ২৩×১০ সেমি মাপের একটি খাম।
দরখাস্ত ভরা খামের উপরে লিখবেন 'Application in
response to Advertisement......' দরখাস্ত হাতে হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের বি.ডি.ও অফিসে ৭ জানুয়ারির মধ্যে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসে পাবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন