Susrijo Institute of paramedical Technology and Optometry তে ভর্তি শুরু
SMFWBEE-2021 পরীক্ষাতে পাশ করা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভর্তিতে বিশেষ ছাড় (র্যাঙ্ক কার্ড সঙ্গে আনতে হবে)। কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত Susrijo Institute of paramedical Technology and Optometry তে নতুন অ্যাকাডেমি সেশনে এই ১২ টি কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
: (১) ডিপ্লোমা ইন অপ্টোমেট্রিক্যাল সায়েন্স অ্যান্ড অপথ্যালমিক টেকনিক, (২) ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিক, (৩) ডিপ্লোমা ইন মেডিক্যাল রেডিওলজি টেকনিক, (৪) ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনিক, (৫) ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক অ্যান্ড ওরাল হাইজিন, (৬) ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, (৭) ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, (৮) ডিপ্লোমা ইন ইলেক্ট্রোকার্ডিওগ্ৰাফি টেকনিক, (৯) ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান, (১০) ডিপ্লোমা ইন কমিউনিটি মেডিক্যাল সার্ভিস অ্যান্ড এসেন্সিয়াল ড্রাগ। সবকটি কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল কোর্স পাশ। তবে কমার্স ও আর্টস শাখার ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে তাদের ৬ মাসের একটি ব্রিজ কোর্স 'প্রি অপ্টোমেট্রি অ্যান্ড প্রি টেকনোলজি' মূল কোর্সের সাথে একই সঙ্গে করে নিতে হবে। প্রতিটি কোর্সের মেয়াদ ২ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ।
এখানে মাধ্যমিক যোগ্যতায় ভর্তি নেওয়া হচ্ছে এই কোর্সে : সার্টিফিকেট ইন স্যানিটরি ইন্সপেকশন। এই কোর্সের মেয়াদ ১ বছর। এছাড়াও গ্ৰ্যাজুয়েটদের জন্য চাকরির উপযোগী পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়। সময়সীমা ২ বছর ও ৬ মাস ইন্টার্ণশিপ।
এখানে ভর্তি হলে ছাত্রছাত্রীরা ব্যাঙ্ক লোনের সুবিধা পাবে। এছাড়াও রয়েছে মাসিক কিস্তিতে কোর্স ফী দেওয়ার সুযোগ। দুরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে। কোর্স শেষে ছাত্রছাত্রীরা
The West Bengal Allied- Medical and Para-Medical Council এ নামে নথিভুক্ত করতে পারবে। এখানে থেকে পাশ করার পর ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি হসপিটালে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। রয়েছে স্বাধীন ব্যবসার সুযোগ। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ও কিছুটা অভিনব চাকরির জন্য ভর্তি হতে পারেন কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানে। ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় : Susrijo Institute of Para medical Technology and Optometry
(SIPTO), Webel IT Park, Krishnagar, Nadia - 741101 (Near Krishnagar
Horticulture Office). ফোন : 8637882289, 7602656588। ওয়েবসাইট : www.sipto.org
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন