পিয়ারলেস স্কিল একাডেমীতে প্রশিক্ষণের সুযোগ
উচ্চমাধ্যমিকের পর প্রতি বছরই একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী প্রথাগত শিক্ষাকে অনুসরণ করে স্নাতক হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে চায়। স্বপ্নপূরণের লক্ষ্যে উচ্চমাধ্যমিকের মতোই স্নাতক এর ডিগ্ৰি লাভ করে। কিন্তু তারপর !!!
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
স্নাতকস্তরের ডিগ্ৰি লাভের পর আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যতের দিশাহীন রাস্তায় বেরিয়ে যায়। চুরমার হয়ে যায় তাদের ভবিষ্যতের সমস্ত স্বপ্ন। আর্থিক প্রতিকূলতায় অনেকের মধ্যে তৈরি হয় মানসিক ভারসাম্যহীনতা। বছরের পর বছর ছাত্রছাত্রীদের দিশাহীন ভবিষ্যতের চরম সভ্যতা কলেজ কর্তৃপক্ষকে একান্তভাবে কর্মমুখী শিক্ষা প্রসারের তাগিদ অনুভব করায়।
তাই বর্তমান পরিস্থিতিতে সামাজিক দায়ব্ধতাকে সামনে রেখে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের জন্য ডঃ কানাইলাল ভট্টাচার্য মহাশয়ের কলেজে অধ্যক্ষ মহাশয়ের পক্ষ থেকে পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য আত্মনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন সময়োপযোগী কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
Dr.Kanailal College বেছে নিয়েছে পিয়ারলেস স্কিল Academy এবং Ramkrishna Mission এর মতো অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠানকে যারা Skilling the Learner নামক একটি প্রকল্পের সফল রূপায়ণের মাধ্যমে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী দক্ষতার নিরিখে বাস্তবমুখী প্রতিযোগিতায় নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন