ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 'ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল)' পদে ৭৩ জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা আবেদন করতে পারেন।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে : ১৫,৬০০-৩৯,১০০ টাকা ও গ্ৰেড পে ৫,৪০০ টাকা।
শূন্যপদ : ৭৩ টি (জেনাঃ ২৭, ও.বি.সি ২১, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৫, ই.ডব্লু.এস ৭)।
শুরুতে ১ বছরের প্রবেশন।
চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়।
প্রার্থী বাছাই হবে ২০২০ সালের ইউ.পি.এস.সি.র ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (আই.ই.এস) (সিভিল) পরীক্ষার লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.nhai.gov.in এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতায় প্রমাণপত্র আর 'গেট' এর স্কোর কার্ড স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন