পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে লোক নিয়োগ
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ'ডাটা এন্ট্রি অপারেটর' পদে ৩২ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
পি.জি.ডি.সি.এ, বি.এসসি (কম্পিউটার সায়েন্স), বি.সি.এ, ডোয়েক থেকে 'এ' লেভেল কোর্স পাশ হলে অগ্ৰাধিকার পাবেন। কম্পিউটার সংক্রান্ত কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হলে অগ্ৰাধিকার পাবেন। ৬ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক মাসে ১৩,০০০ টাকা।
শূন্যপদ : ৩২ টি।
প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.paschimmadinipur.gov.in আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন