ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে লোক নিয়োগ
ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড 'ট্রেড অ্যাপ্রেন্টিস' হিসাবে ১৭ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, মেকানিক্যাল।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেক্ট্রিশিয়ান' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, ও.বি.সি ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ওয়্যারম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস ওয়্যারম্যান' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ১ টি (জেনাঃ ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস - ফিটার' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, তঃজাঃ ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস - ইলেক্ট্রনিক মেকানিক' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, ও.বি.সি ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা ' ট্রেড অ্যাপ্রেন্টিস ড্রাফটসম্যান (মেকানিক্যাল)' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ১ টি (জেনাঃ)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস মেশিনিস্ট' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস ওয়েল্ডার' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ২ টি(জেনাঃ ১, তঃউঃজাঃ ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ৩ টি (জেনাঃ ১, ও.বি.সি ১, তঃউঃজাঃ ১)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ১ টি (জেনাঃ)।
উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে মেকানিক ডিজেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা 'ট্রেড অ্যাপ্রেন্টিস মেকানিক ডিজেল' ট্রেডের জন্য যোগ্য।
শূন্যপদ : ১ টি (জেনাঃ)।
ওপরের সব ট্রেডের বেলায় শিক্ষাগত যোগ্যতায় মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ৩১-৩-২০২১এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। ১ বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন।
শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে বাছাই প্রার্থীদের এরপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে : www.apprenticeship.gov.in তখন রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড পাবেন। এরপর ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজারে দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.bvfcl.com আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন