মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির কোর্স করে স্বনির্ভর হন
অতিমারি পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ কমলেও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজের সুযোগ অনেক বেড়েছে। ডাক্তার ও নার্সদের পাশাপাশি এখন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পেশাদারদের প্রচুর কাজের সুযোগ বেড়েছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
তার একটাই কারণ বিভিন্ন অসুখের সঙ্গে লড়াই করার অন্যতম হাতিয়ার হলো সঠিক উপায় মেডিকেল পরীক্ষা। সরকারি ও বেসরকারি হাসপাতালে ও ডায়গনস্টিক সেন্টারে কোভিড পরবর্তী পরিস্থিতিতে এই টেকনোলজিস্টদের চাহিদা বিপুল হারে বাড়ছে। আর এই চাহিদার জন্যই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্বীকৃত গুরুকুল এডুটেক সিসিপিটিআর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা কোর্স। যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ভর্তি হতে পারেন। এখানে রয়েছে আধুনিক ল্যাবরেটরি ও হাতে কলমে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে লাইভ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। প্রখ্যাত চিকিৎসক ডঃ পি শর্মা ও ডঃ এ ভক্ত জানান, এখনই পশ্চিমবঙ্গ ও ভারতের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে DMLT পাশদের প্রচুর চাকরির সুযোগ তৈরি হয়েছে। ফলে ট্রেনিং শেষে কাউকেই চাকরির জন্য বসে থাকতে হবে না। ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায়: Gurukul Edutech Education and Research Foundation, Uluberia,
Howrah
ফোন : 033- 26611200, 9804720425, 7059918186.
ওয়েবসাইট : www.gurukulinstitute.org.in
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন