সহজ ৫ টি চাকরির উপযোগী কোর্সে ভর্তি
ভারত সহ আন্তর্জাতিক বাজারে উপযুক্ত প্রশিক্ষিত পেলাদারের চাহিদা সর্বত্র। এই বৃহৎ কর্মক্ষেত্রের উপযোগী পেশাদার তৈরির লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে SIASTM শুরু করেছে এই ৫ টি সুসংহত ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
(১) ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্ৰ্যামিং অ্যাসিস্ট্যান্ট
(D.C.O.P.A)।
সময়সীমা : ১ বছর
যোগ্যতা : মাধ্যমিক পাশ।
(২) আন্ডার গ্ৰ্যজুয়েট ডিপ্লোমা ইন ৩ডি অ্যানিমেশন ফিল্ম মেকিং (U.G.D.3D.A.F.M)।
সময়সীমা : ৩ বছর।
যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ।
(৩) আন্ডার গ্ৰ্যজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডিয়ান মিউজিক (U.G.D.I.M)।
সময়সীমা : ৩ বছর
যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ।
(৪) ডিপ্লোমা কোর্স ইন ভিশুয়াল আর্টস (ক্র্যাফট অ্যান্ড ডিজাইন) (D.V.A.
C & D)।
সময়সীমা : ২ বছর
যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ।
(৫) পোস্ট গ্ৰ্যজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (P.G.D.M.C.J)।
সময়সীমা : ১ বছর।
যোগ্যতা : অন্তত ৫০% নম্বর নিয়ে যে কোনো শাখার গ্ৰ্যজুয়েট।
প্রতিটি কোর্সে সীট সংখ্যা ৫০ টি। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। কোর্স শেষে সরকারি চাকরি ও ব্যবসার সুযোগ রয়েছে। ভর্তি শুরু হয়েছে। যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় ―
Susriio Institute of Agricultural Science, Technology and Management WEBEL IT
PARK (IT & E Department, Govt of West Bengal), Vill – Deypara, P.O –
Krishnagar, Dist – Nadia, (Beside Krishnanagar Horticulture Department), Pin –
741101.
Ph :
9733867911, 7602656588.
Website
: www.siastm.org
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন