আকাশছোঁয়া রান্নার গ্যাস । আবারো বাড়ল রান্নার গ্যাসের দাম

price of domestic lpg cylinder increased



আবারো মধ্যবিত্তের হেঁসেলে বাড়ল আগুনের উত্তাপ। জুলাই মাসের শুরুতেই দাম বাড়ল রান্নার গ্যাসের। সংবাদ সংস্থা এএনইয়ের জানিয়েছে সিলিন্ডার প্রতি ২৫.৫০ পয়সা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। সেই অনুযায়ী কলকাতায় এখন থেকে ৮৬১ টাকা হয়ে যাচ্ছে , যে গ্যাসের দাম এতদিন ৮৩৫ টাকা ৫০ পয়সা ছিল ।

 

Cick To Join Our - Whatsapp Group

অন্যদিকে রাজধানী দিল্লির বাসিন্দাদের এতদিন রান্নার গ্যাসের জন্য এতদিন ৮০৯ টাকা দিতে হত। এবার থেকে তাঁদের ৮৩৪ টাকা ৫০ পয়সা দিতে হবে। মুম্বইয়ে এই একই দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন গ্রাহকরা । অন্যদিকে চেন্নাইয়ের বাসিন্দাদের রান্নার গ্যাসে ৮৫০ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হবে । আহমেদাবাদে রান্নার গ্যাসের দাম হল ৮৪১ টাকা ৫০ পয়সা। আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সিলিন্ডার কিনতে গেলে ৮৭২ টাকা ৫০ পয়সা দিতে হবে আম জনতাকে।

 

গত জানুয়ারি থেকেই আসতে আসতে বাড়ছিল ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারি থেকেই সেই গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়েছে। পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়িয়েছিল বিরোধীদের হাতিয়ার। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে সব বিরোধী দলই সরকারকে কাঠগড়ায় তুলেছে এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে। 


যদিও কেন্দ্র তখন থেকেই বলে এসেছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলেই এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানির দাম বেড়েছে। সেই সঙ্গে রাজ্য সরকার যে কর নেয়, সেটাও দাম বাড়ার ফ্যাক্টর বলে দাবি জানিয়েছিল কেন্দ্র। যদিও মার্চের ভোটের সময় রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছিল। কিন্তু ভোট মেটার কিছুদিন পরই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সিলিন্ডারের দাম। ১৯ কেজির সিলিন্ডারের দামও বেড়েছে। তার জন্য এবার থেকে ৭৬ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।

 

প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post