এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প চালুর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ

implement-one-nation-one-ration-card-by-july-31-sc-directed



implement one nation one ration card by july 31 sc directed : এক দেশ, এক রেশন কার্ডপ্রকল্প চালুর জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রকল্পটি কার্যকর করতে হবে শীর্ষ আদালত এমনই নির্দেশ দিলো পাশাপাশি কেন্দ্রকে বেশ কয়েকটি নির্দেশও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের  দিকে


Cick To Join Our - Whatsapp Group


মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকায় ঠিক কী জানিয়েছে সুপ্রিম কোর্ট? বলা হয়েছে, ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনলাইন পোর্টাল (Portal)  চালু করুক কেন্দ্র তাতে প্রত্যেকের রেজিস্ট্রেশন থাকা চাই বিশেষ করে অসংগঠিত পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই তথ্যগুলি যাতে নির্ভুলভাবে নথিভুক্ত করা হয়, সেদিকে নজর দিতে হবে কেন্দ্রকে গোটা কাজ শেষ করতে ৩১ জুলাই পর্যন্তই সময় তারপরই যাতে গোটা দেশেএক দেশ, এক রেশন কার্ডচালু হয়ে যায়, তা নিয়ে কড়া নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের


পরিসংখ্যান মতে, দেশের ৩৪টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেওয়ান নেশন ওয়ান রেশন কার্ডপ্রকল্প চালু করা হয়েছে শুধুমাত্র দিল্লি, অসম পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও চালু হয়নি তা নিয়ে রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী, রাজ্যের প্রায় ৯৬ শতাংশ রেশন দোকানে -পিওএস (ইলেকট্রনিক পয়েন্ট অব সেল) যন্ত্র বসে গিয়েছে এই যন্ত্রে রেশন কার্ডের আসল মালিকই চাল-গম নিতে এসেছেন কি না, তা চিহ্নিত করা যায় 


৮০ শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণও হয়ে গিয়েছে ফলেএক দেশ এক রেশন কার্ডপ্রকল্প চালু করতে কোনও বাধা নেই বিশ্লেষকদের মতে, এই প্রকল্প চালু হলে পরিযায়ী শ্রমিকদের আরও সুবিধা হবে কারণ, এই প্রকল্পের আওতায় বাংলার কোনও পরিযায়ী শ্রমিক দেশের অন্য যে কোনও রাজ্যে নিজের অংশের রেশন তুলতে পারবেন ফলে খাদ্যবণ্টন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা লাভবান হবেন

 

প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post