সারা দেশজুড়ে সাতটি নতুন নিয়ম চালু হচ্ছে আজ থেকে । জানুন বিস্তারিত

seven rules are being changed know more


ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে রোজই প্রায় সবক্ষেত্রেই কিছু না কিছু নতুন নিয়মের সংযোজন-বিয়োজন ঘটছে। আর সেইমতো বেশ কিছুদিন আগের ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ চলতি বছরের জুন থেকে কয়েকটি ক্ষেত্রে কিছু বড়সড় বদল হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কি কি রয়েছে জানুন - রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, বিমান ভাড়া, ব্যাঙ্ক অফ বরোদার পরিবর্তিত চেক পেমেন্ট পদ্ধতি, গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ আয়কর বিভাগের নয়া -ফাইলিং ওয়েব পোর্টাল

Cick To Join Our - Whatsapp Group


এবার দেখে নেওয়া যাক, পরিবর্তিত এই সাতটি বিষয়ের নিয়ম সম্পর্কে। 

আয়কর -ফাইলিং সাইট
আয়কর বিভাগের -ফাইলিং সাইট থেকে জুন পর্যন্ত কাজ করবে না। আয়কর বিভাগ আগামী জুন থেকে আয়কর প্রদানকারীদের জন্য আয়কর বিভাগ -ফাইলিংয়ের নয়া পোর্টাল চালু করবে। এখন যে পোর্টাল রয়েছে তা সাত জুন থেকে http://INCOMETAX.GOV.IN হয়ে যাবে। 

 .পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক
প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ সংক্রান্ত বিষয়ে বড় পরিবর্তন হচ্ছে। নতুন নিয়ম অনুসারে, যাঁদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের এই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তি ঘটাতে হবে।তবে  এই কাজের দায়িত্ব নিয়োগকারীর। তাদের কেই কর্মীদের বলতে হবে যে, তাঁরা যেন তাঁদের পিএফ অ্যাকাউন্ট আধারের সংযুক্তি যাচাই করে নেন। জুন থেকেই এই নিয়ম প্রযোজ্য হবে। ইপিএফও ব্যাপারে নিয়োগকারীদের জন্য নোটিফিকেশনও জারি করেছে। কোনও কারণে কর্মীর ইপিএফ আাধার ভেরিফায়েড না হলে নিয়োগকর্তার অবদান সংশ্লিষ্ট কর্মীর অ্যাকাউন্টে জমা করা হবে না। সেইসঙ্গে পাশাপাশি  ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরকে বা (UAN)আধার ভেরিফায়েড করে নিতে হবে। 

.গ্যাস সিলিন্ডারের দাম
জুন গ্যাস সিলিন্ডারের দামে বেশ কিছুটা সংশোধন ঘটানো হতে পারে। প্রতি মাসের প্রথম দিনে দেশের তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারন করে থাকে। এবার থেকে দাম বাড়তে পারে, আবার কমতেও পারে। 

. গুগল ফটোজের স্পেস আর খরচহীন থাকছে না
গুগল ফটোজে আনলিমিটেড ফটো স্টোরেজ রাখা যেত বিনামূল্যে। কিন্তু জুনের পর গুগল ফটোজে আনলিমিটেড ফটোজ আর বিনামূল্যে  আপলোড করা যাবে না। গুগল জানিয়েছে, ১৫ জিবি স্পেস প্রত্যেক জিমেল ইউজারকে দেওয়া হবে। এই স্পেসের মধ্যে থাকবে জিমেলের ইমেল ফটোজ। এতেই সামিল থাকছে গুগল ড্রাইভও। যদি ১৫ জিবি- বেশি স্পেস ব্যবহার করতে হয়, তাহলে জন্য অর্থ দিতে হবে। গুগল ফটোজ ব্যবহারের জন্য সেক্ষেত্রে গুগল ওয়ানের সাবক্রিপশন নিতে হবে। এরপর ১০০ জিবির জন্য প্রতি মাসে ১৪৯ টাকা বা বছরে ,৪৯৯ টাকা দিতে হবে। এভাবেই ২০০ জিবি- জন্য প্রতি মাসে ২১৯ টাকা বা বছরে ,১৯৯ টাকা দিতে হবে। শুধু তাই নয়, টিবি স্পেস ব্যবহারের জন্য মাসে ৭৪৯ টাকা বা বছরে ,৫০০ টাকা দিতে হবে। 



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post