ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় জেলায় জেলায় চালু হেল্পলাইন নম্বর । দেখে নিন

The districts helpline number was launched prevent damage Cyclone Yaas

The districts helpline number was launched prevent damage Cyclone Yaas : ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় জেলায় জেলায় চালু হেল্পলাইন নম্বর । দেখে নিন


Cick To Join Our - Whatsapp Group

এক রাতেই ভিটেমাটি ছাড়া হতে হয়েছিল অনেককে। চলে গিয়েছিল মাথার ছাদ টুকু। প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আগেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল আমফানের তান্ডবে। এবারেও হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই ফিরতে চলেছে সেই স্মৃতি। আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে হ্যাঁ শহর কলকাতা হয়তো বেঁচে যেতে পারে এবারের মতো। আবহাওয়া বিদদের ধারণা অনুযায়ী, কলকাতার কান ঘেঁষে হয়তো বেরিয়ে যাবে ইয়াস। কিন্তু ক্ষয়ক্ষতি জোরদার না হলেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে এ রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে বন্যার সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়।


আজ  দুপুরে আবহাওয়া দপ্তরের জারি করা বুলেটিনে বলা হয়েছে, বঙ্গ উপকূল নয়, চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়টি। বুধবার দুপুরে ওড়িশার বালেশ্বর, ধামরা বন্দর এলাকা দিয়ে বয়ে যাবে এই অতি ঘূর্ণিঝড়।


ইয়াস-এর আগমন বুধবার ঘটলেও এর প্রভাব মঙ্গলবার থেকেই রাজ্যে দেখা যাবে। আর সে জন্যই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এদিকে আবার বৃহস্পতিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তবে আগের বছরের আমফান থেকে শিক্ষা নিয়ে প্রশাসন ইতিমধ্যে নানা সতর্কতা অবলম্বন গ্রহন করেছে। আগাম পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে জনসাধারণের সুবিধার্থে ২টি হেল্পলাইন চালু করা হয়েছে। ২৫ মে থেকে এই হেল্পলাইন নম্বরটি চালু করা হবে। ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ হেল্পলাইন নম্বর ২টি ২৫ তারিখ থেকে কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে।


তাছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে জেলায়-জেলায় প্রস্তুত বিভিন্ন টিম। আর এই পরিস্থিতি মোকাবিলায় জেলায়-জেলায় চালু হয়েছে হেল্পলাইন নম্বর। ব্লকে ব্লকে অতন্দ্র প্রহরায় প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন সাধারণ মানুষের সঙ্গে। 



আসুন দেখে নিন ও প্রয়োজন মতো নিজেদের প্রয়োজন মতো কাছে রেখে দিন  বিভিন্ন জেলার হেল্পলাইন নম্বর

পূর্ব মেদিনীপুর: ০৩২২৮২৬২৭২৮ এবং ৯০৭৩৯৩৯৮০৪
পশ্চিম মেদিনীপুর: ৬২৯৬০৬০৬৯৯ এবং ০৩২২২২৬৭৯৮৩
দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
উত্তর ২৪ পরগনা: ৯০৭৩৯৩৬৮২৩/৯০৭৩৯৪০০৩৯
কলকাতা: ৮৯০০৭-৯৩৫০৩/৮৯০০৭-৯৩৫০৪
হাওড়া: ০৩৩-২৬৪১-৩৩৯৩/৯৪৩৩৯৩১৯৩২
হুগলি: ০৩৩-২৬৮১-২৬৫২
পুরুলিয়া:৭৩৬৩০৯০৮০৬/ ৮৩৭৩৮০৮৭০৪/ ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪/ ১৯১২১/ ১৮০০৩৪৫৩২১২
বাঁকুড়া: ০৩২৪২-২৫৭০২০/০৩২৪২-২৫৭০১০
ঝাড়গ্রাম: ০৩২২১-২৫৮২২৮/০৩২২১-২৫৭৯৫

এছাড়া কলকাতায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য অভিযোগ জানাতে একাধিক নম্বর চালু করেছে CESC। নম্বরগুলি হল-৩৫০১১৯১২/১৮৬০৫০০১৯১২/১৯১২।

এছাড়াও ৭৪৩৯০০১৯১২ এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও অভিযোগ জমা দিতে পারবেন গ্রাহকরা





রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 





Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post