আগামী তিন বছর যেন রাস্তা খারাপ না হয় কড়া নির্দেশ মমতারInstruct-the-contractor-maintained-the-road-3-years-Mamata-Banerjee



Instruct-the-contractor-maintained-the-road-3-years-Mamata-Banerjee : কয়েক ঘন্টায় যেন সবকিছু বদলে গেল। সাজানো গোছানো ঘরবাড়ি, রাস্তাঘাট বদলে গেল নিমেষে। ২৪ ঘন্টা আগে রাজ্যের বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে ইয়াস ঘূর্ণিঝড়। আর সঙ্গে তার স্মৃতি চিহ্ন হিসাবে রেখে গেছে লণ্ডভণ্ড করা পরিবেশ।

Cick To Join Our - Whatsapp Group

ইয়াস এর তান্ডবে শুধু যে ঘরবাড়ি, চাষের জমি,বাঁধ নষ্ট হয়েছে তা নয়। রাজ্যের বেশ কিছু রাস্তাতেও তার প্রভাব পড়েছে। ভেঙে পড়েছে রাস্তা গুলি। আর সেই ভেঙে পড়ে রাস্তা গুলি সারাই করতেই এবার নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।


'ইয়াস' ঘূর্ণিঝড়ের সময়েও টানা দুদিন নিজে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতি কতটা, তা দেখে বুঝে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে উপস্থিত থেকে যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ্য করেছেন তাই ইয়াস এর ২৪ ঘন্টার মধেই ক্ষয়ক্ষতির হিসাব করে নিতে সক্ষম হয়েছেন।


ক্ষতিপূরনের আওতায় রেখেছেন রাজ্যের ভেঙে যাওয়া সড়ক গুলিকেও। রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় এই রাস্তা সারাইয়ের নির্দেশ দিয়েছেন মমতা। যে‌ ঠিকাদার রাস্তা তৈরি করবে, তাকেই ৩ বছর সেই রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে বলেই জানিয়েছেন তিনি।


নবান্নে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির আলোচনা করতে গিয়ে , সড়ক দফতরের এক আধিকারিক মুখ্যমন্ত্রী কে জানান, জলের প্লাবনে রাজ্যের অনেক রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এক কাজ কর, পথশ্রী প্রকল্পের আওতায় যে ৪৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার কথা হয়েছে ওর মধ্যেই এই রাস্তা ঢুকিয়ে দাও। তবে মনে রেখো, সাদা পাথর একদম ব্যবহার করবে না। ওগুলো ভেঙে যায়। কালো পাথর দিয়ে রাস্তা বানাবে।’’


বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণ করার জন্য মাত্র একদিনের মাথাতেই ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইয়াস এর বিপর্যয় কাটলেই সবচেয়ে দ্রুত উদ্ধারকাজ, ক্ষতিপূরণের কাজ শুরু হবে।



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 





Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post