ইভিএমে কারচুপি না হয় তাহলে শাসকদলই ক্ষমতাই ফিরবে বললেন নচিকেতা

Singer Nachiketa Chakraborty expressed political views Wb Election 2021





Singer Nachiketa Chakraborty expressed political views Wb Election 2021 : নব্বইয়ের দশকের পর আধুনিক গানে নতুন ঢেউ এনেছিলেন নচিকেতা । তার গান শুনলে মনে হয় তিনি বাম সমর্থক । তিনি মঞ্চেও ঘোষণা করেছেন যে তিনি একজন স্বাধীন বামপন্থী । যদিও আমার কোন নিজস্ব দল নেই ।

নচিকেতার গান বরাবরই প্রতিবাদী । তার গান লড়াইয়ের কথা বলে । সমাজের কঠোর বাস্তবতার কথা বলে । গত ২৯ বছর ধরে তার গান আজও সমানভাবে প্রাসঙ্গিক । দলমত নির্বিশেষে লক্ষ কোটি ভক্ত রয়েছে তার গানের ।

এহেন নচিকেতা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বামপন্থার সমস্ত গুন ।আর সেই কারনেই তিনি বামপন্থার সমর্থক হয়েও ৩৪ বছরের বাম শাসনকে উতখাত করতে মমতার পায়ে পা মিলিয়েছিলেন সেসময় ।

আর এবার তার একটি কথা বিতর্ক উস্কে দিলেন রাজনৈতিক মহলে । তিনি বলেছেন তিনি বলেছেন দেশ জর্জরিত অতিমারিতে । এই অবস্থায় কেন কেন আট দফায় নির্বাচন করা হচ্ছে । তার মত তামিলনাড়ুর মত এখানেও একদফাতেই নির্বাচন সম্পূর্ণ করা উচিত ছিল । কিন্তু তিনি মনে করেন এই সবকিছুই চলছে কেন্দ্র সরকারের অঙ্গুলিহেলনে ।

তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই শক্তিশালী যে আটকানোর জন্য প্রধানমন্ত্রীকে রাজ্যে ২২ বার আসতে হয় । অমিত শাহ তো নিত্য যাত্রি হয়ে উথেছেন । শুধু রেশন কার্ড টি নেই বলেই কটাক্ষ করেছেন নচিকেতা । সবশেষে তিনি বলেছেন যদি ইভিএমে কারচুপি না হয় তাহলে শাসকদলই ক্ষমতাই ফিরবে ।

 

সোর্স - আনন্দবাজার 

 


Cick To Join Our - Whatsapp Group


 


CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post