আবার SBI সুদের হারে পরিবর্তন ঘটাল , আকাউন্ট থাকলে দেখুন

sbi revises fixed deposit rates of interest
sbi revises fixed deposit rates of interest


 

sbi revises fixed deposit rates of interestলকডাউনে দ্বিতীয়বার সুদের হারে পরিবর্তন ঘটাল SBI . স্বল্পমেয়াদি  আমানতের ক্ষেত্রে সুদের হার কমানোর কথা থাোষণা করলো দেশের  দেশের বৃহত্তম ব্যাঙ্ক । গত ১০ ই সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে ।

 

এই নিয়ে SBI লকডাউন চলাকালীন দ্বিতীয়বার সুদের হারে পরিবর্তন করলো । এর আগে গত মে মাস নাগাদ সুদের হার কমানো হয়েছিল ব্যাঙ্কের তরফে ।  তবে এবারে সবধরনের আমানতে সুদের হার কমানো হয়নি । শুধুমাত্র এক থেকে দুবছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে এই সুদের হার কমানো হয়েছে । সুদের হার কমানো হয়েছে দশমিক ২ শতাংশ ।

 

সাধারনের ক্ষেত্রে এক থেকে দুবছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৫.১ শতাংশ । তা কমিয়ে করা হয়েছে ৪.৯ শতাংশ । অন্যদিকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ছিল ৫.৬ শতাংশ । তা কমিয়ে করা  হয়েছে ৫.৪ শতাংশ ।

 

এভাবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোর ফলে সাধারনের মানুষের কপালে চিন্তার ভাঁজ পরেছে । এই নিয়েছে SBI এর তরফে দ্বিতীয়বার সুদের হার কমানোর কথা বলা হয়েছে । ইতিমধ্যেই সব শাখায় এই নির্দেশ পৌঁছে গেছে । গত ১০ ই সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে ।



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 









Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post