রাজ্যের নিজস্ব অ্যাপ 'সেল্ফ স্ক্যান' চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
west bengal government launch self scan app: মুখ্যমন্ত্রী বললেন যখন মানুষ ভাবছে কোনটা ব্যবহার করব আর কোনটা করবো না তখন আমরা করে দেখায় । আমরা শুধু মুখে বলি না , কাজেও করে দেখায় । আজ রাজ্যের তৈরি নিজস্ব স্ক্যান অ্যাপ সেলফ স্ক্যান চালু করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
সারা দেশ জুড়ে এখন স্বদেশীর হিড়িক চরেছে । ১৯০৫ সালের সেই স্বদেশি এবং বয়কট আন্দলন যেন আবারও ফিরে এসেছে । তবে এবার তাঁর নতুন নাম দেওয়া হয়েছে 'আত্মনির্ভর ভারত' ।
আরও একটি পার্থক্য রয়েছে সেদিন বিরধিতা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে । আর আজ চিনের বিরুদ্ধে । তবে সেদিনের স্বদেশি আন্দোলন এবং আজকের আত্মনির্ভর ভারত এর মধ্যে পার্থক্য অনেক থাকলেও লক্ষ কিন্তু একটায় দেশকে স্বনির্ভর করে তোলা ।
আর এই স্বনির্ভরতার পথেই মুখ্যমন্ত্রী এক ধাপ এগিয়ে দিলেন রাজ্যকে । রাজ্য তথা দেশের মানুষ ক্যাম স্ক্যানার নামে একটি অ্যাপ স্ক্যান করার জন্য ব্যাবহার করত । কিন্তু ইদানিং কেন্দ্র সরকারের নির্দেশিকার মাধ্যমে যে ৫৯ টি চিনের অ্যাপ বাতিল করা হয়েছে তাঁর মধ্যে ক্যাম স্ক্যানার অ্যাপটিও রয়েছে । আর তাঁর ফলে অনেকেই সমস্যায় পরেছেন এর বিকল্প খুঁজতে গিয়ে ।
আর এই কথায় মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেছেন মানুষ যখন বুঝতে পারছেন না কোনটা ব্যবহার করবেন আর কোনটা না । তখন আমরা আমাদের রাজ্যের তৈরি নিজস্ব অ্যাপ লঞ্চ করলাম । এই আপটির নাম দেওয়া হয়েছে সেলফ স্ক্যান ।
তিনি আরও জানিয়েছেন এই অ্যাপটি ইউজারের কোন ডাটা সার্ভারে সংরক্ষিত রাখে না ।একইসাথে এটি বিজ্ঞাপন মুক্ত একটি অ্যাপ ।
তিনি আশাবাদী রাজ্যের তৈরি এই অ্যাপ আগামীদিনে দেশ বিদেশের মানুষ ব্যবহার করবেন । তিনি সেলফ স্কানের উদ্বোধন করে স্মরণ করে দিয়েছেন সেই বিখ্যাত উক্তিটি "Which Bengal Thinks Today , India Thinks Tomorrow."
It is highly appropriate and significant that we,the BENGALEE,is no longer dependants,rather we are self independent and confident
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন