প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP) , প্রকল্পটি আপনার জীবন পাল্টে দেবে


Prime Ministers Employment Generation Programme PMEGP

 

Prime Ministers Employment Generation Programme PMEGP : আমাদের দেশের উন্নতিতে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্নসময় সাধারন মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে থাকেন । সেই প্রকল্পের যথাযথ ব্যবহার করলে সত্যিই দেশের একটা বিরাট অংশের মানুষের জীবন বদলে যাবে ।


আমরা সরকারী প্রকল্পের যথাযথ সুবিধা না পাওয়ার পেছনে অনেক কারন থাকলেও মুল কারন হল আমরা এই প্রকল্পগুলি সম্বন্ধে সঠিক তথ্য রাখি না । আর এরফলে আমরা যোগ্য হওয়া সত্বেও সরকারী প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয় ।


 

আজ আপনাদের এমনই একটি প্রকল্পের কথা বলব । প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম । এই প্রকল্পটি Micro, Small and Medium Enterprises নিয়ন্ত্রন করে । এবং এই প্রকল্পটিকে সারা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে Khadi & Village Industries Commission (KVIC) সংস্থাটির ।


 

প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম প্রকল্পটির উদ্দেশ্যঃ –


মূলত দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্পটির সূচনা করা হয়েছে ।


প্রথমত শহরের সাথে সাথে গ্রামেও কাজের সুযোগ তৈরি করা এবং ব্যক্তিগত উদ্যোগ গড়ে তোলা ।


দ্বিতীয়ত গ্রামের মানুষ যাতে শহরে না গিয়ে নিজের গ্রামেই শিল্পোদ্দ্যগ তৈরি করা । এবং সাথে সাথে যুব সম্প্রদায়ের কাছে একটি চলমান ও স্থিতিশীল কাজের সুযোগ তৈরি করা ।

 

প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম প্রকল্পটির কী কী সুযোগ –

 

ক্ষুদ্রশিল্পের অধীনে শহর এবং গ্রামের যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক যেকোন ক্ষেত্রের উন্নয়নে এই প্রকল্প সহযোগিতা করবে ।


এই প্রকল্পের সর্বাধিক ব্যয় অনুমোদন করা হয় উৎপাদনক্ষেত্রে ২৫ লক্ষ টাকা এবং সেবা ক্ষেত্রে ১০ লক্ষ টাকা ।


এই প্রকল্পে একটি পরিবারের শুধুমাত্র একজন আর্থিক সহযোগিতা পেতে পারেন ।


শুধুমাত্র নতুন পরিকল্পনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এর সহযোগিতা পাওয়া যায় ।



কারা প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এর সহযোগিতা পাওয়ার যোগ্য ?


  • ·         যেকোনো ব্যাক্তি যার বয়স ১৮ বছরের বেশি ।
  • ·        এই প্রকল্পের সহযোগিতা পেতে হলে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ।তবেই উৎপাদনক্ষেত্রে ১০ লক্ষ টাকার উপর এবং ব্যবসা / সেবাক্ষেত্রে ৫ লক্ষ টাকা উপর পরিকল্পনা গ্রহণ করতে পারবেন ।
  • ·         স্বনির্ভর দল যদি তাদের মধ্যে বিপিএল কার্ড হোল্ডার থাকে তা স্বত্বেও যদি অন্য কোন সরকারী প্রকল্পের সহযোগিতা পাচ্ছেন তাহলে এই প্রকল্পের সহযোগিতা পাবেন না ।
  • ·         সংস্থার ক্ষেত্রে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ অনুসারে রেজিস্টার হতে হবে ।
  • ·         চ্যারিটেবল ট্রাস্ট
  • ·         প্রোডাকশন কোঅপারেটিভ সোসাইটি

 

 

 

এই প্রকল্পে কি পরিমান সাবসিডি দেওয়া হয়ে থাকে ?


আপনি আপনার ব্যাবসা , সেবাক্ষেত্রে তৈরির জন্য যে পরিকল্পনা জমা দেবেন সেই পরিকল্পনা তৈরি করতে যে ব্যয় হবে সেক্ষেত্রে ব্যাঙ্ক , KVIC কি পরিমান সাহায্য করবে এবং আপনাকে কত বিনিয়োগ করতে হবে দেখে নিন -

 

 

ব্যাঙ্ক লোণ

KVIC এর তরফ থেকে সাবসিডি

আপনার বিনিয়োগের পরিমান

শহরের ক্ষেত্রে

গ্রামের ক্ষেত্রে

সাধারন ক্ষেত্রের আবেদনকারী / সংস্থা

90%

15%

25%

10%

বিশেষ ক্ষেত্রের আবেদনকারী / সংস্থা

95%

25%

35%

5%

 


কিভাবে এই প্রকল্পের সহযোগিতা পাবেন ?


KVIC এর দ্বারা এই প্রকল্পের সহযোগিতা দেওয়া হয়ে থাকে । এই সংস্থা তাঁর স্থানিয় সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার দ্বারা আবেদন পত্র এবং আপনার ব্যাবসা করার জন্য তৈরি পরিকল্পনা গ্রহণ করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে ।

প্রত্যেক জেলায় KVIC ও ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে তৈরি কমিটি এই লোণ অনুমোদন করে থাকে । বিশদ তথ্যের জন্য নিকটবর্তী ব্যাঙ্ক অথবা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন –

 

State Director, KVIC

Dy. CEO (PMEGP), KVIC, Mumbai

Ph: 022-26711017

Email: ykbaramatikar.kvic@gov.in

 



খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 





 




 
 



 


1 Comments

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

  1. PMEGP আবেদন কোথায় করবো

    ReplyDelete

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post