শুধু হাত তালি দিয়ে , বাঁশি বাজালে , ফুপু বাজালেই হয়ে যাবে ! বললেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee say we fight corona virus with free hand




CM Mamata Banerjee say we fight corona virus with free hand : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের প্রতি শুধু রাজনীতি করছেন বলে অভিযোগ করলেন । এর সাথে সাথে কেন্দ্র সরকারকেও একহাত নিলেন । তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি আশা করেছিলেন কেন্দ্র সরকার থেকে অন্তত পক্ষে ১০ হাজার ভেন্টিলেশন পাওয়া যাবে ! পিপিই পাওয়া যাবে । অক্সিজেন পাওয়া যাবে ! 



কিন্তু আসলেই কেন্দ্র সরকারের কাছ থেকে কিছুই পাওয়া যায় নি । সম্পুর্ন খালি হাতে লড়াই করতে হচ্ছে কোভিডের মত মহামারীর সাথে । এরপরেই তিনি নাম না করে প্রধানমন্ত্রীকেই এক হাত নিলেন । তিনি জানিয়েছেন শুধু হাততালি দিয়ে অথবা বাঁশি বাজিয়ে অথবা ফুপু বাজালেই কোভিডের সাথে লড়াই করা যায় না । 



তিনি আরও বলেছেন কোভিডের সাথে করতে গিয়ে আমেরিকা , ইতালি , ফ্রান্স , ইংল্যান্ডের মত দেশের কি অবস্থা হচ্ছে । সেক্ষেত্রে আমাদের মত রাজ্যে সামান্যতম অসুবিধা কিছু মানুষ সেটাকে নিয়ে রাজনীতি করছে । তিনি বলেছেন এটা গর্বের ভারতবর্ষের মধ্যে বাংলায় সব থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে । 



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকার মানে কোন ভগবান নয় , কোন ম্যাজিসিয়ান নয় । তাই কিছু ক্ষেত্রে মানুষকেও একটু ধৈর্য ধরতে হবে । সহযোগিতা করতে হবে । 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post