মাটির সৃষ্টি প্রকল্প উপকৃত হবেন আড়াই লক্ষের উপর মানুষ
wb cm mamata bandyopadhyay introduce matir srishti scheme : করোনা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বিভিন্ন জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন । যথা প্রচেষ্টা প্রকল্প এবং স্নেহের পরশ প্রকল্প
। তেমনই আর একটি প্রকল্প হল মাটির সৃষ্টি প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমের রাজ্যের
আড়াই লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে জানা গেছে ।
গত ১৩ ই মে বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের
ঘোষণা করেন । এই প্রকল্প একটি পরিবেশ বান্ধব প্রকল্প এবং এর মাধ্যমে ৫০ হাজার একর অনুর্বর
জমিতে কাজ করা হবে ।
গ্রামীণ চাষিদের ১০ থেকে ২০ একর জমির সাথের সরকারের খাস জমিকে
যুক্ত করা হবে ।এবং মাইক্রোসাইট তৈরি করা হবে । সমবায়ের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন
করা হবে ।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবী এই প্রকল্পের মাধ্যমে
গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে । বরাবরই তিনি কর্মসংস্থানের কথা বলে থাকেন । তিনি জানিয়েছেন
এই প্রকল্পের মাধ্যমে প্রায় আড়াই লক্ষের উপর মানুষ উপকৃত হবেন ।
পশুপালন , মাছচাষ , জলসম্পদ , হর্টিকালচার প্রভৃতি দপ্তরকে
মাটির সৃষ্টি প্রকল্পে কাজে লাগানো হবে । পতিত জমি এবং খাস জমি মিলিয়ে মোট ৫০ হাজার
একর জমির উপর এই প্রকল্প কার্যকরি হবে । গ্রামের কৃষকদের নিয়ে ছোট ছোট সমবায় তৈরি হবে
। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও এই কাজের সাথে যুক্ত করা হবে । সমবায় ব্যাঙ্কের মাধ্যমে
লোণ দেওয়া হবে । এবং ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে কাজ করার জন্য শ্রমিক ও কৃষক
নিয়োগ করা হবে ।
মাটির সৃষ্টি প্রকল্পের প্রাথমিক পর্যায় শুরু হয়ে গেছে । প্রায়
৬৫০০ একর জমিতে ইতিমধ্যেই কাজ পুরোদমে চলছে ।
মূলত পশ্চিমবঙ্গের ছয়টি জেলা যথা পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম
, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুরে মাটির সৃষ্টি প্রকল্পের রুপায়ন করা
হবে । কারন এখানে রুক্ষ জমির পরিমান বেশি । মূলত এই অনুর্বর জমিগুলিকেই এই প্রকল্পের
জন্য কাজে লাগানো হবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন